Connect with us

ক্রিকেট

৩ বছর পর মিরপুরের মাঠে সাকিব

শনিবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্ট দিয়েই সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও জাতীয় দলের হয়ে দেখা যাবে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি।

সাকিব দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন 30 নভেম্বর, 2016 তারিখে ‘হোম অফ ক্রিকেট’ মিরপুরে সাদা পোশাকে। এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচে নেতৃত্বও দেন তিনি। তার নেতৃত্বেই সেই টেস্ট ইনিংস ১৬৪ রানে জিতেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮০ রানের ইনিংস খেলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস হেরে যাওয়ায় দ্বিতীয়বার ব্যাট করতে হয়নি বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন সাকিব।

ওই ম্যাচের পর মিরপুরে মাত্র ৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। 18 ম্যাচে 1 সেঞ্চুরি ও 9 হাফ সেঞ্চুরি সহ 45.28 গড়ে 1313 রান করেছেন সাকিব। বল হাতে নিয়েছিলেন ৬৩ উইকেট। এই মাঠে এক ইনিংসে পাঁচবার এবং এক ম্যাচে দশবার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন সাকিব। কাইল মায়ার্সের অপরাজিত 210 রান ওয়েস্ট ইন্ডিজকে 3 উইকেটে টেস্ট জিততে সাহায্য করেছিল।

Advertisement

More in ক্রিকেট