Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

১৫ কোটি রুপিতে অধিনায়ক হার্দিক, সতীর্থ রশিদ এবং শুভমান গিল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়ার জন্য দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি  আহমেদাবাদের অধিনায়ক হিসাবে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে মনোনীত করা হয়েছে।

আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান এবং ভারতের ব্যাটসম্যান শুভমান গিল আহমেদাবাদ দলের অন্য দুইজন ড্রাফট পিক।

হার্দিক এবং রশিদকে সিভিসি-ক্যাপিটাল মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ১৫ কোটি রুপিতে বাছাই করেছেন, যেখানে শুভমানকে ৮ কোটি রুপিতে চুক্তিবদ্ধ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি গ্যারি কার্স্টেন, যিনি ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের প্রধান কোচ ছিলেন, তাকে আহমেদাবাদ দলের মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আইপিএল ২০২২-এর জন্য তিনজন খেলোয়াড়ের খসড়া তৈরি করার পরে, আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কাছে ৫২ কোটি রুপির পার্স বাকি রয়েছে।

ইতিমধ্যেই লখনৌ ফ্র্যাঞ্চাইজি কেএল রাহুল (১৭ কোটি রুপি), মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি) এবং রবি বিষ্ণোই (৪ কোটি রুপি) কে দলে নিয়ে নিয়েছেন, এবং নিলামে খরচ করার জন্য তাদের হাতে এখনো ৫৯.৮৯ কোটি টাকার পার্স বাকি রয়েছে। দলের অধিনায়কত্ব করবেন রাহুল।

কয়েক বছর ধরে আইপিএলে আহমেদাবাদের তিনজন খেলোয়াড়ের পরিসংখ্যানঃ

হার্দিক পান্ডিয়া
ম্যাচঃ ৯২,
রানঃ ১৪৭৬,
সর্বোচ্চ স্কোরঃ ৯১,
উইকেটঃ ৪২,
বেস্ট ফিগারঃ ৩/২০

রশিদ খান
ম্যাচঃ ৭৬,
উইকেটঃ ৯৩,
বেস্ট ফিগারঃ ৩/৭

শুভমান গিল
ম্যাচঃ ৫৮,
রানঃ ১৪১৭,
সর্বোচ্চ স্কোরঃ ৭৬

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট