Connect with us

ক্রিকেট

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি সাকিব-মাশরাফি

নিয়ম-অনিয়মের মধ্য দিয়েই শুক্রবার শুরু হয়ে গেছে বিপিএলের নবম আসর। আসরের দ্বিতিয় দিনে আজ মুখোমুখি হবেন বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান।

বিপিএলে আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি সাকিব-মাশরাফি

বিপিএলে আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি সাকিব-মাশরাফি। ছবিঃ সংগৃহীত

আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। ফরচুনের নেতৃত্বে আছেন সাকিব এবং মাশরাফি আছেন সিলেটে।

বরিশাল এবং সিলেট নিঃসন্দেহে এবার শিরোপা জয়ের জন্যই দল সাজিয়েছে। মাশরাফি সিলেটে রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, তরুণ পেসার রেজাউর রহমান রাজা, তানজিব হাসান সাকিব, শরিফুল্লাহ, জাকির হাসানের মত ক্রিকেটাররা।

বিদেশিদের নামগুলোও বেশ বড়। মোহাম্মদ আমির, ধনঞ্জয়া ডি সিলভা, গুলবাদিন নাইব, রায়ান বার্লদের মত কার্যকরী পারফরমার। চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজেদের কার্যকরিতা প্রমাণ করেছেন তারা।

আরও পড়ুনঃ ৮ মাস পর মাঠে নেমেই আলো ছড়ালেন মাশরাফি

অন্যদিকে ফরচুন বরিশালে সাকিবের নেতৃত্বেও রয়েছে একঝাঁক দেশী তারকা ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসানদের মত ক্রিকেটাররা।

বিদেশীদের মধ্যে আছেন রাহকিম কর্নওয়াল, চতুরঙ্গ ডি সিলভা, হায়দার আলি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, নাভিন-উল হক, কুশল পেরেরা, রহমানুল্লাহ গুরবাজ, কেসরিক উইলিয়ামসের মত ক্রিকেটাররা।

সুতরাং, প্রথম দিনের মতো আজ সন্ধ্যায়ও যে বিপিএলে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement

More in ক্রিকেট