Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পেলেন নেপালের আসিফ

আইসিসি ২০২২ সালের স্পিরিট অব ক্রিকেটের পুরষ্কার জিতলেন নেপালের উইকেটকিপার-ব্যাটসম্যান আসিফ শেখ। আসিফই প্রথম কোন নেপালি ক্রিকেটার যিনি আইসিসির কোন পুরস্কার জিতলেন।

স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পেলেন নেপালের আসিফ

স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পেলেন নেপালের আসিফ। ছবিঃ সংগৃহীত

ঘটনা ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারির। ওমানে একটি টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড-নেপালের মধ্যকার ম্যাচে আয়ারল্যান্ড ইনিংসের ১৯তম ওভারে রান নিতে গিয়ে নেপালের বোলার কমল সিংয়ের পায়ের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান আইরিশ ব্যাটার ম্যাকব্রায়ান।

এরপর বল ধরেই উইকেটরক্ষক আসিফকে থ্রো করেন কমল। বল পেয়েও স্ট্যাম্প ভাঙ্গেননি আসিফ। ম্যাকব্রায়ানকে রান আউট না করার বিষয়টি সে সময় বিশ্ব ক্রিকেটে প্রশংসিত হয়েছিলো।

আরও পড়ুনঃ উড়তে থাকা সিলেটকে মাটিতে নামাল রংপুর

আর ক্রিকেট মাঠে এমন দারুণ স্পিরিট প্রদর্শনের স্বীকৃতি হিসেবেই ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড লাভ করলেন আসিফ।

২০২১ সালে নেপালের হয়ে অভিষেকের পর ২৩টি ওয়ানডেতে ৬৫৫ রান ও ২০টি টি-টোয়েন্টিতে ৪৬৮ রান করেছেন ২১ বছর বয়সী আসিফ।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট