Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

সিলেট পর্ব শেষেই বিপিএল ছাড়ছেন বেশিরভাগ পাকিস্তানি ক্রিকেটার

শুরুতে আলোচনা সমালোচন থাকলেও বর্তামানে জমে উঠেছে বিপিএল। আর এই জমে ওঠানোর পেছনে মূল কাজটা করেছে পাকিস্তানি খেলোয়াড়রা। তবে সিলেট পর্বের পর বিপিএল ছেড়ে যাচ্ছেন বেশি কয়েকজন পাক ক্রিকেটার।

সিলেট পর্ব শেষেই বিপিএল ছাড়ছেন বেশিরভাগ পাকিস্তানি ক্রিকেটার

সিলেট পর্ব শেষেই বিপিএল ছাড়ছেন বেশিরভাগ পাকিস্তানি ক্রিকেটার

১৩ ফেব্রুয়রি থেকে শুরু হবে পাকিস্তানের ঘরোয়া ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট পিএসএল। যার প্রস্তুতির লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে নির্দেশ দিয়েছে, যে সব পাকিস্তানি ক্রিকেটার বিপিএল খেলছেন, তারা যেন ৪ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরে যায়। তবে পরে সেটা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ায় পিসিবি।

মোট ২২জন পাকিস্তানি ক্রিকেটার খেলছেন এবারের বিপিএলে। এদের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছেন ৪ ফেব্রুয়ারির মধ্যেই। অর্থ্যাৎ সিলেটেই নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলবেন তারা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে খেলছেন মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ। ৪ ফেব্রুয়ারি তারা সবাই পাকিস্তানে ফিরবেন। সিলেট স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম দেশে ফিরবেন সিলেট পর্ব শেষ করেই।

আরও পড়ুনঃ বিপিএল মাতাতে আসছেন মঈন, নারাইন, রাসেলরা

ফরচুন বরিশালে খেলছেন ইফতিখার আহমেদ, হায়দার আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পিসিবির চুক্তিতে থাকার কারণে হায়দার আলিকে ২ ফেব্রুয়ারির মধ্যেই ফিরতে হচ্ছে। ইফতেখার আহমেদ ফিরে যাবেন ৪ ফেব্রুয়ারির আগে। তবে ওয়াসিম জুনিয়র খেলবেন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

রংপুর রাইডার্সে খেলছেন শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ এবং হারিস রউফ। তারা কবে ফিরবেন জানা যায়নি।  চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলছেন উসমান খান।

খুলনা টাইগার্সের পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ এইতিমধ্যেই ফিরে গেছেন রাজনৈতিক দায়িত্ব নেয়ার জন্য। এছাড়াও খুলনার হয়ে খেলছেন আরও দুই পাকিস্তানি আজম খান এবং আমাদ বাট। তারা কবে ফিরবেন জানা যায়নি।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট