Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

সিলেটে যোগ দিলেন অলরাউন্ডার রায়ান বার্ল

ঢাকা-চট্টগ্রামে ৩ পর্ব শেষ করে চতুর্থ পর্ব নিয়ে বিপিএল এখন সিলেটে। সবপগুলো দলেরই ইতিমধ্যে ৭/৮টি করে ম্যাচ খেলা হয়ে গেছে। এমন সময়ে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল।

সিলেটে যোগ দিলেন অলরাউন্ডার রায়ান বার্ল

সিলেটে যোগ দিলেন অলরাউন্ডার রায়ান বার্ল। ছবিঃ সংগৃহীত

গেল বছরের আগস্টে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদের এক ওভারে ৫টি ছয় ও ১টি চারে ৩৪ রান নেন বার্ল। এরপরই স্পটলাইটে আসেন তিনি।

এর আগে ২০১৯-২০ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলেছিলেন এই জিম্বাবুয়েয়ান। সেই আসরে ৪ ম্যাচে ১৯ রান ও ৪ উইকেট শিকার করেছিলেন বার্ল।

জিম্বাবুয়ের হয়ে এখন অবধি খেলেছেন ৫৮ টি-টোয়েন্টি। যেখান থেকে রান করেছেন ৮৮২। বল হাতে ৩৯ উইকেটও আছে বার্লের।

আরও পড়ুনঃ বাকি চার পাণ্ডব যেন সম্মানের সঙ্গে অবসর নিতে পারে: মাশরাফি

সিলেট দলে যোগ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত বার্ল বলেন, ‘সিলেট দলে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এটি সিলেটের নিজস্ব মাঠ। আমি দলের পরিবেশটা দারুণ উপভোগ করছি।’

শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। দিনে প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে বিপিএল টেবিলের শীর্ষে থাকে স্বগতিক সিলেট স্ট্রাইকার্স।

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ