Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

সহজ ম্যাচকে কঠিন করে জিতলো রংপুর

খুলনা টাইগার্সের দেয়া মোটামুটি মামুলি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা একদমই ভালো হয়নি রংপুরের। দেখা দিয়েছিল হারের শঙ্কাও। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ শোয়েব মালিক এবং শামীম পাটোয়ারীর ব্যাটে পেল জয় তুলে নেয় রংপুর রাইডার্স।

সহজ ম্যাচকে কঠিন করে জিতলো রংপুর

সহজ ম্যাচকে কঠিন করে জিতলো রংপুর। ছবিঃ সংগৃহীত

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ১৩০ রানে অলআউট হয়ে যায় খুলনা। জবাব দিতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় রংপুর।

টস হেরে ব্যাট করতে নামার পর থেকেই খুলনাকে বড় রান সংগ্রহের সুযোগ দেয়নি রংপুর। শেষ পর্যন্ত টেনেটুনে কোনমতে ১৩০ রানের সংগ্রহ গড়েছে কোচ খালেদ মাহমুদ সুজনের দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা। ইনিংসের দ্বিতীয় ওভারেই তামিম ইকবালের উইকেট হারায় খুলনা টাইগার্স। ৪ বলে মাত্র ১ রান করে আউট হন তামিম।

এরপর দ্রুতই সাজঘরের পথ ধরেন শারজিল খান (১২) আর হাবিবুর রহমান সোহান (৪)। এরপর আজম খান ও অধিনায়ক ইয়াসির রাব্বি মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। দু’জন মিলে ৪৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু অধিনায়ক ইয়াসির ২২ বলে ২৫ করে আউট হওয়ার পর ২ বলে ১ রান করে আউট হন সাব্বির রহমানও। ফলে আবারও ফের চাপে পড়ে দলটি।

এরপর দলীয় ৮০ রানে ২৩ বলে ৩৪ রান করে আউট হন আগের আজম খান। এভাবে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ১৩০ রানে গুটিয়ে যায় খুলনা। রংপুরের পক্ষে রবিউল হক নেন সর্বোচ্চ ৪টি উইকেট।

আরও পড়ুনঃ টেনেটুনে খুলনার সংগ্রহ ১৩০ রান

জবাব দিতে নামার পর শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সেরও। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন রনি তালুকদার। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মেহেদী হাসান আউট হন ১২ বলে ১৪ রান করে।

একাদশে সুযোগ পাওয়া সায়েম আইয়ুবীও সফল হননি ব্যাট হাতে। ফলে ৩১ রানে তিন উইকেট হারিয়ে ফেলে রংপুর। এরপর একপ্রান্তে খুঁটি গেড়ে দলের হাল ধরেন অভিজ্ঞ শোয়েব মালিক। কিন্তু অন্য প্রান্তের উইকেট পরছিল নিয়মিত

এভাবে শেষ ১৮ বলে দরকার রংপুরের দরকার পরে ৩৫ রান। এমন সময়ই এগিয়ে আসেন শামীম পাটোয়ারী। আমাদ ভাটের করা ১৮তম ওভারের শেষ তিন বলে হাঁকান হ্যাটট্রিক বাউন্ডারি।

এরপর ৪৪ রান করে মালিক সাজঘরে ফিরলেও শামীমের অপরাজিত ১৬ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ