Connect with us

ক্রিকেট

শেষ বিকেলের ঘুর্ণিতে কাঁপছে ভারত

বাংলাদেশের দেয়া ১৪৫ রানের টার্গেটটা হয়তো খুব একটা কঠিন ভাবে নেয়নি ভারত। টাইগার স্পিনারদের ঘুর্ণিতে স্কোর বোর্ডে ২৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।

শেষ বিকেলের ঘুর্ণিতে খেলায় ফিরেছে বাংলাদেশ

শেষ বিকেলের ঘুর্ণিতে খেলায় ফিরেছে বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

প্রথমে ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে ফিরিয়ে দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। চমৎকার ক্যাচ তালুবন্দি করলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। রাহুল করেন ২ রান।

দলীয় ৩ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই আবারও ধাক্কা। টপ অর্ডারে ভারতের সবচেয়ে বড় ভরসা চেতেশ্বর পুজারার প্রতিরোধ ভাঙলেন মিরাজ। নিজের প্রথম বলেই পূজারাকে ফেরালেন ওডিআইয়ের ম্যান অব দ্য সিরিজ। ১২ বলে এক চারে ৬ রান করেন পুজারা।

এরপর অক্ষর পাটেল আর শুবমান গিল মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলে, আবারও বাঁধা হয়ে আসেন মিরাজ। সোহানের অসাধারন স্টাম্পিংয়ে ৩৫ বলে ৭ রান করে ফেরেন গিল।

এবার গুনে গুনে ভারতীয় তিন ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠালেন মেহেদী হাসান মিরাজ। তার শিকারের তালিকায় সবশেষ সংযোজন বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪১ রান।

 

Advertisement

More in ক্রিকেট