Connect with us

ক্রিকেট

শেষ বলে উইকেট নিয়ে খেলায় ফিরেছে বাংলাদেশ

শুরুটা ভালো করলেও মাঝপঠে খে হারিয়ে শেষ দিকে আবার ফিরে এসেছে বাংলাদেশ।

শেষ বলে উইকেট নিয়ে খেলায় ফিরেছে বাংলাদেশ

শেষ বলে উইকেট নিয়ে খেলায় ফিরেছে বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

১১২ রানে ৪ উইকেট পড়ার পর চেতেশ্বর পুজারা এবং স্রেয়াশ আয়ার মিলে পঞ্চম উইকেট জুটিতে ১৪৯ রানের বড় জুটি গড়ে ভবারতের বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন।

কিন্তু দিনের শেষ ভাগে এসে দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আবার খেলায় ফেরান দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। ৯০ রান করা চেতেশ্বর পুজারাকে ফেরান তাইজুল এবং দিনের একেবারে শেষ বলে অক্ষর প্যাটেলকে এলবিডব্লিউতে শিকার করেন মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুনঃ টাইগারদের ফিল্ডিং ব্যর্থতায় ভালো অবস্থানে ভারত

যার ফলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছে ভারত। ৮২ রান নিয়ে উইকেটে রয়েছেন স্রেয়াশ আয়ার। তাইজুল ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি এবং খালেদ আহমেদ নেন ১টি উইকেট।

তবে রানের চাকায় আরও আগেই বাঁধ দেয়া যেতো। এরজন্য বেশ কয়েকবার সুযোগ আসলেও তা কাজে লাগাতে ব্যর্থ নন বাংলাদেশের ফিল্ডাররা।

মিরাজে ৭৬তম ওভারে বলে আয়ারের সহজ ক্যাচ ছাড়েন ইবাদত। এরেও ৪৮তম ওভারে আয়ারকে আউট করার সুযোগ আসলে আবারো মিস করেন নুরুল হাসান সোহান। উইকেটের পেছন থেকে ব্যক্তিগত ৩০ রান করা অবস্থায় জীবন পান ভারতীয় এই ব্যাটার।

এর আগে লাঞ্চ বিরতি থেকে ফিরেই জীবন পান পূজারা। এবাদতের বলে ২২ রানে থাকা অবস্থায় ড্রাইভ দিয়ে ক্যাচ মিস করেন সোহান।

Advertisement

More in ক্রিকেট