Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ম্যাচ জেতার পরেও আইসিসির বড়সড় শাস্তি পেলো ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হাড্ডাহাডি লড়াইয়ের পর  শেষ ওভারে এসে ১২ রানে জিতেছে স্বাগতিক ভারত। তবে ম্যাচ জেতার আনন্দ বেশিক্ষণ থাকনি রোহিত শর্মার দলের। কারণ ওই ম্যাচের জন্যই আইসিসির বড়সড় শাস্তির মুখে পড়ল দলটি।

ম্যাচ জেতার পরেও আইসিসির বড়সড় শাস্তি পেলো ভারত

ম্যাচ জেতার পরেও আইসিসির বড়সড় শাস্তি পেলো ভারত। ছবিঃ সংগৃহীত

ভারতের সব ক্রিকেটারের অর্ধেকের বেশি ম্যাচ ফি কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। প্রথম ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ভারত।

সবদিক বিবেচনার পরেও ৩ ওভার পিছিয়ে ছিলেন রোহিত শর্মারা। ফলে ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৬০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের।

আরও পড়ুনঃ প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজারি ক্লাবে তামিম

ফলে ৩ ওভার পিছিয়ে থাকায় ২০ শতাংশ হারে মোট ৬০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারদের।

ফিল্ড আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ এই শাস্তি আরোপ করেছেন। অধিনায়ক রোহিত অপরাধ স্বীকার করে নেওয়ায় নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট