Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ব্যাটিংয়ে নেমেই সেঞ্চুরি হাঁকালেন বাবর

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক রান করে যাচ্ছেন বাবর আজম। আজ (২৬ ডিসেম্বর) নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই সেঞ্চুরি করেছেন পাকিস্তানের অধিনায়ক। এই নিয়ে সবশেষ তিন টেস্টে এক সেঞ্চুরি আর তিন ফিফটি হাঁকালেন বাবর।

ব্যাটিংয়ে নেমেই সেঞ্চুরি হাঁকালেন বাবর

ব্যাটিংয়ে নেমেই সেঞ্চুরি হাঁকালেন বাবর। ছবিঃ সংগৃহীত

এটা বাবরের নবম টেস্ট সেঞ্চুরি। যার জন্য তিনি খেলেছেন ৪৬ টেস্টের ৮২তম ইনিংস। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ইতোমধ্যে ২৩৭ ম্যাচে ২৮টি সেঞ্চুরি করেছেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২৬ রানে অপরাজিত আছেন পাকিস্তানের অধিনায়ক। ৬১ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৫২ রান।

আরও পড়ুনঃ টেস্ট শেষে পিকনিকে ব্যস্ত সাকিব-শিশির

২০২২ সালে বাবরে টেস্ট ক্রিকেটের রেকর্ডটা বেশ আকর্ষনীয়। এ বছর ১৬ ইনিংসে ৭০.৮৬ গড়ে ১০৬৩ রান করেছেন তিনি। যেখানে তিনি হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি এবং ৮টি অর্ধশতক।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট