Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

ব্যর্থতার ভয়কে দূরে সরিয়ে মাঠে নামেন তাসকিন

মাঠের খেলায় শারীরিক ক্ষমতার সাথে সাথে মানসিক ক্ষমতাকেও নিয়ন্ত্রণে রাখা জরুরি। আর এই কাজটাই ভালভাবে করার চেষ্টা করেন তাসকিন আহমেদ। গতকাল (২৪ জানুয়ারি) ঢাকা ডমিনেটর্সের দ্বিতীয় জয়ে দুর্দান্ত অবদান রাখার পর জানালেন, ব্যর্থতার ভয়কে দূরে সরিয়ে মাঠে নামেন তিনি।

ব্যর্থতার ভয়কে মনের মধ্যে আনেন না তাসকিন

ব্যর্থতার ভয়কে দূরে সরিয়ে মাঠে নামেন তাসকিন। ছবিঃ সংগৃহীত

মাঠে নামার সময় তাসকিন সবসময় ইতিবাচক থাকেন। ব্যর্থতার ভয়কে সরিয়ে চেষ্টা করেন নিজের সেরাটা দিতে, ‘ক্রিকেট খেলোয়াড় হিসেবে আমার মঞ্চ আর গ্ল্যামার ২২ গজে, এখানে সেরাটা দিয়ে উপভোগের চেষ্টা করি। কোনোদিন ভালো হবে, কোনোদিন হবে না। কিন্তু পরিশ্রম করা, প্রক্রিয়ায় থাকা, মাইন্ড ট্রেনিং করা- সব কিছু মিলিয়ে যাতে মাঠে ব্যর্থতার ভয় করা ছাড়া আমি খেলার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘কিছু দিন হয়তো পক্ষে থাকবে না, কিন্তু সেটাও মেনে নিতে হবে। তো এটাই, ব্যর্থতা করার ভয় ছাড়া আমি চেষ্টা করি মাঠে খেলতে। ফিল্ডিংয়েও একই কথা। আগে খারাপ ছিল। এখন উন্নতির চেষ্টা করছি, উন্নতির শেষ নেই’

খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএল শুরু করেছিল ঢাকা। এরপর হারতে হারতে টানা ৬ ম্যাচ হারে তারা। অবশেষে নিজেদের অষ্টম খেলায় সেই খুলনার বিপক্ষেই জয়ের দেখা পেয়েছে নাসির হোসেনের দল। চার উইকেট নিয়ে জয়ের নায়ক ছিলেন তাসকিন আহমেদ।

আরও পড়ুনঃ স্ত্রীর করা মামলার রায়ের পর দল থেকে বাদ শামি

তবে নিজে হিরো হলেও অন্য বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি তাসকিন। বললেন, ‘উইকেট ভালো ছিল। আসলে আমরা ভালো বল করেছি, ওরাও (প্রতিপক্ষ) ভালো বল করেছিল। আমরা তুলনামূলক ভালো বোলিং করেছি, সবাই শৃঙ্খল ছিল।’

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ