Connect with us

ক্রিকেট

বিপিএলের শিরোপা কার হাতে উঠবে মাশরাফি না ইমরুল ?

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক বলা হয়ে থাকে মাশরাফি বিন মর্তুজাকে। মাশরাফি তার যোগ্য নেতৃত্ব দানের মাধ্যমে শুধু বাংলাদেশ দলকেই সাফল্য এনে দেননি, ঘরোয়া ক্রিকেটেও তার ম্যাজিক সবসময় বিদ্যমান। বিপিএলের সর্বোচ্চ চারবার শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফি মর্তুজা আজ পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন।

বিপিএলের শিরোপা কার হাতে উঠবে মাশরাফি না ইমরুল ?

                                                                                                        বিপিএলের শিরোপা কার হাতে উঠবে মাশরাফি না ইমরুল ?

বিপিএলের অন্যতম সফল অধিনায়ক নিঃসন্দেহে মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ইমরুল কায়েসও বিপিএলে অধিনায়ক হিসেবে কম সফল নন। এখন পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২বার চ্যাম্পিয়ন করেছেন ইমরুল তার অসাধারণ ক্যাপ্টেন্সিতে। এই বিপিএলেও ইমরুল দেখিয়ে যাচ্ছেন তার ক্যারিশমা। বিপিএলের মতো আসরে শুরুর ৩ ম্যাচ হেরে গেলে যে কোন দল সেই চাপ সামলাতেই হিমশিম খেত। কিন্তু ইমরুল কায়েস দলকে পথ

হারাতে দেননি। দলকে তিনি তার টিমমেটদের উজ্জীবীত করে জয়ের পথে ফিরিয়ে এনেছেন।মাশরাফি সাদামাটা একটি দলকে যেভাবে উজ্জীবিত করে ফাইনালে তুলেছেন তা এক কথায় অবিশ্বাস্য।সিলেট
স্টাইকার্সের প্রাণ ভোমরাই হলেন মাশরাফি বিন মর্তুজা। সিলেট দলটাকে যেনো পুরোপুরি বদলে দিয়েছে মাশরাফির ম্যাজিক। নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান যেভাবে দায়িত্বশীল ক্রিকেট খেলেছেন পুরো টুর্নামেন্টে, এর পেছনেও রয়েছে মাশরাফির প্রেরণার হাত। এই প্রথমবার বিপিএলের ফাইনালে উঠেছে সিলেট। সেটিও মাশরাফির হাত ধরে। দ্বিতীয় কোয়ালিফায়ার যারা দেখেছেন, সবাই মাশরাফির সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং দায়িত্ব গ্রহণের ক্ষমতা দেখে মুগ্ধ হয়েছেন।

সবাই যেভাবে মাশরাফির ম্যাজিকের কথা বলেন সেটি মানতে অবশ্য নারাজ খোদ মাশরাফিই। রংপুরের সাথেম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাশ নিজেই বলেছেন, ‘ম্যাজিক বলে কিছু নেই, সবই আল্লাহর রহমত।’ ম্যাজিকে বিশ্বাস করেন না ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুলও। তার মতে- “ক্রিকেট দলগত খেলা। এতে ‘ম্যাজিক বলে কিছু নেই।“টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য ইমরুলের চেয়ে বেশ এগিয়ে মাশরাফি। ১৩ ম্যাচে ১৮ গড়ে ২১৬ রান করেছেন ইমরুল কায়েস। অন্যদিকে ১৩ ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে ১২টি উইকেট শিকার
করেছেন ম্যাশ। সাথে ব্যাট হাতেও খেলেছেন উল্লেখযোগ্য ইনিংস।

তারকাবহুল বিদেশি ক্রিকেটার দিয়ে সাজানো কুমিল্লার বিপক্ষে ফাইনাল ম্যাচে পিছিয়ে থাকবেনা সিলেট স্ট্রাইকার্স। এখন দেখার বিষয় ফাইনালে মাশরাফি ম্যাজিক বেশি চলবে নাকি ইমরুলের ।

Advertisement

More in ক্রিকেট