Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বিপিএলের মাঝেই মন্ত্রী হলেন রিয়াজ, দেশে ফিরেই করবেন শপথ গ্রহণ

চলামান বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। বল হাতেও আছেন দারুণ ছন্দে। এখন অবধি ১২ উইকেট নিয়ে আসরের সেরা বোলার তিনি।

বিপিএলের মাঝেই মন্ত্রী হলেন রিয়াজ, দেশে ফিরেই করবেন শপথ গ্রহণ

বিপিএলের মাঝেই মন্ত্রী হলেন রিয়াজ, দেশে ফিরেই করবেন শপথ গ্রহণ। ছবিঃ সংগৃহীত

এবার বিপিএলের মাঝপথেই ভিন্ন এক খুশির খবর পেলেন এই পাক ক্রিকেটার। পাকিস্তানের পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারে ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। বিপিএল শেষ করে দেশে ফিরেই মন্ত্রী হিসেবে নিজের শপথ গ্রহণ করবেন রিয়াজ।

ক্রিকেটার থাকা অবস্থাতেই এমন দায়িত্ব পেয়ে বেশ অবাকই হয়েছেন ওয়াহাব। পাকিস্তানের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ।’ তবে ৩৯ বছর বয়সী এই পেসারের সঙ্গে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনো আলোচনা হয়নি।

আরও পড়ুনঃ আবারও টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ধোনি

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার করেছেন রিয়াজ। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এছাড়াও চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ওয়াহাব।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট