Connect with us

ক্রিকেট

বাকি চার পাণ্ডব যেন সম্মানের সঙ্গে অবসর নিতে পারে: মাশরাফি

আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ২০২০ সালে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়লেও এখনও অবসরের ঘোষণা দেননি মাশরাফি বিন মর্তুজা। দেবেনই বা কিভাবে? সে মঞ্চটা যে তিনি পাননি।

সাকিব-তামিমরা যেন সম্মানের সঙ্গে অবসর নিতে পারে: মাশরাফি

সাকিব-তামিমরা যেন সম্মানের সঙ্গে অবসর নিতে পারে: মাশরাফি। ছবিঃ সংগৃহীত

জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার পরও খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল তার। কিন্তু ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর কোনো ফরম্যাটেই আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ মেলেনি। বোর্ড থেকেও তাকে এমন কোনো সুযোগ দেওয়া হয়নি যে, তিনি ঘোষণা দিয়ে অবসরে যেতে পারেন।

অবশেষে এসব নিয়ে কথা বললেন মাশরাফি। আজ (২৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে মাশরাফি অবসর নিয়ে তার নিজের ভাবনার কথা জানিয়েছেন।

আনুষ্ঠানিক অবসরের ম্যাশের সরাসরি জবাব, ‘আমি নিজেরটা বলতে পারব না, কারণ অনেকদিন আগেই ছেড়ে এসেছি। আমার কোনো প্রত্যাশা নেই। আমি নিজেও বিশ্বাস করি না আমার ক্ষেত্রে। আমার আসলে এসব নিয়ে রাগ-ক্ষোভ কিছুই না। আমার কোনো ক্ষোভ নেই। কেবল বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে।’

তবে নিজের বেলায় যেন-ত্যান হলেও বাকি চার পাণ্ডব (সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ) যেন সম্মানের সঙ্গে মাঠ থেকে বিদায় নিতে পারেন, সেটি এখন মন থেকে চান মাশরাফি। তিনি বলেন,’অবশ্যই ক্রিকেটারদের সম্মানের সঙ্গে মাঠ থেকে অবসরে যাওয়ার সংস্কৃতিতে যাওয়া উচিত আমাদের। ওই সংস্কৃতি সেটআপ করা দরকার।’

আরও পড়ুনঃ লিটনের মতো শান্তও ‘লম্বা রেসের ঘোড়া’, বললেন মাশরাফি

‘কেউ স্বীকার করুক বা না করুক- সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়, তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে, সে কাজটা নিশ্চিত করা খুব জরুরি।’

Advertisement

More in ক্রিকেট