Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মার্কো জানসেন

আইসিসি ২০২২ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার মার্কো জানসেন। গেল বছর টেস্টে ৩৬টি উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ২টি ও টি-২০ তে একটি উইকেট নিয়েছেন এই প্রোটিয়া ইয়ংস্টার। আর ব্যাট হাতে করেছেন ২১.২৭ গড়ে ২৩৪ রান।

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মার্কো জানসেন

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মার্কো জানসেন। ছবিঃ সংগৃহীত

ব্যাটে-বলে ২২ গজে এমন দৃষ্টিনন্দন পারফরম্যান্সের পুরষ্কার হিসেবেই পেলেন আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের খেতাব।

জানসেনের সঙ্গে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন ভারতের অর্শ্বদ্বীপ সিং, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। এই তিনজনকে পেছনে ফেলে জানসেন হলেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার।

আরও পড়ুনঃ এবারের বিপিএলের সেরা অলরাউন্ডার নাসির

২০২১ সালে বক্সিং ডেতে ঘরের মাঠে জানসেনের টেস্ট অভিষেক হয়। শুরু থেকেই তিনি ব্যাটসম্যানদের অসুবিধা করছিলেন বল হাতে। ২০২২ সালে সেটি আরও ভালোভাবে করেন তিনি।

গত বছর ঘরের মাঠে ১৩.৫০ গড়ে ১৪ উইকেট, ইংল্যান্ডে ১৩.১১ ও অস্ট্রেলিয়ায় ১৩.৩৩ গড়ে ১৪টি উইকেট নেন জানসেন। আর নিউজিল্যান্ডের মাটিতে ২৮.৫৫ গড়ে ৯ উইকেট এই প্রোটিয়া অলরাউন্ডার।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট