Connect with us

বাংলাদেশ ক্রিকেট

ফেব্রুয়ারিতেই নতুন কোচ পাবে টাইগাররা

ডিসেম্বরে রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর থেকে ফাঁকা পড়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের চেয়ার। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন কোনো কোচ নিয়োগ দেয়নি বিসিবি।

ফেব্রুয়ারিতেই নতুন কোচ পাবে টাইগাররা

ফেব্রুয়ারিতেই নতুন কোচ পাবে টাইগাররা। ছবিঃ সংগৃহীত

তবে বসে নেই বিসিবি, চালিয়ে যাচ্ছে সব ধরনের চেষ্টা। সোমবার (৩০ জানুয়ারি) কোচ নিয়োগের অগ্রগতির কথা জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিন দুপুরে হঠাৎ করেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায় বিসিবি বসকে। বিপিএলের দিনের প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছেন তিনি। সন্ধ্যায় কথা বলেছেন গণমাধ্যমে। জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজের আগেই আসছেন টাইগারদের প্রধান কোচ।

আরও পড়ুনঃ বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা

কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহেই আসছেন কি না সে বিষয়ে মুখ খোলেননি পাপন। নির্দিষ্ট করে কোনো কোচের নামও বলেননি তিনি। তবে দিনকয়েক আগেই গণমাধ্যমে খবর এসেছে, হাথুরু আসছেন না কোচ হয়ে।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘১৮-২০ ফেব্রুয়ারি নতুন কোচ আসবে। কে আসবে এখনই বলব না। হাথুরু আসবে না সেটা তো আমি বলিনি, কোথায় নিউজ পেয়েছেন আপনারা? কোচ পেয়ে যাব ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এতে কোনো সন্দেহ নেই। আমাদের অপশনে যারা রয়েছে এর মধ্যেই পেয়ে যাব।’

Advertisement

More in বাংলাদেশ ক্রিকেট