Connect with us

বিপিএল

ফাইনালের আগে অসুস্থ সাকিব, অনুপস্থিত ফটোসেশনেও

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের অষ্টম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল ১৮ ফেব্রুয়ারী, শুক্রবার। সবার আকাঙ্ক্ষিত এই ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর তার আগে আজ অনুষ্ঠিত হলো ফাইনালের ফটোসেশন। কিন্তু ফটোসেশনে দেখা মেলেনা ফরচুন বরিশালের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

শিরোপা জয়ের লড়াইয়ের আগের দিন পেটের পীড়ায় ভোগায় দলীয় অনুশীলনেও যোগ দিতে পারেন নি সাকিব। অনুপস্থিত ছিলেন ফাইনালের আগের ফটোসেশনেও। ফাইনাল ফটোসেশনে দুইদলের অধিনায়ক ট্রফি হাতে ছবি তোলেন, আর তারপর গণমাধ্যমের সামনে আসেন। কিন্তু সেখানে সাকিবের পরিবর্তে বরিশালের হয়ে উপস্থিত ছিলেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান।

ফাইনালের আগে বলা চলে ছোট খাটো একটা ধাক্কা খেলো বরিশাল। আর বরিশাল অধিনায়কের অনুপস্থিতি সম্পর্কে ফরচুন বরিশাল জানায় নেপথ্যের কারন। মূলত পেটের পীড়ায় ভোগার কারনেই ফাইনাল ফটোসেশন এবং ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেন নি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। আর তাই সোহানের ভাষ্যমতে সাকিবকে নিয়েই আগামীকাল ফাইনালে নামার কথা রয়েছে বরিশালের। তিনি জানান, ‘সাকিব ভাই আসতে পারেনি। যার কারণে আমি আসা। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে উনি জিমে ছিলেন। (সাকিব ফাইনালের বিবেচনায় আছেন কি না) ইনশাআল্লাহ্‌, আশা করি।’

সাকিব না আসার কারন জানতে চাইলে বরিশালের ম্যানেজার সাব্বির খান বলেন, ‘সাকিবের হালকা পেট খারাপ। এ কারণে তিনি মাঠে আসতে চাননি। তবে আগামীকাল ফাইনালে তাঁর খেলার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসও প্রতিপক্ষ হিসেবে সাকিবকে আশা করছেন আগামী ম্যাচে। ‘কালকের ম্যাচে তো দুজনের দেখা হবে আবার!’-বলেন তিনি

আগামীকাল শুক্রবার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে বিপিএলের এবারের আসরের ফাইনালে বিকাল সাড়ে ৫ টায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Advertisement

More in বিপিএল