Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

পাওয়ার হিটার নিয়ে আত্মবিশ্বাসী গালফ কোচ ফ্লাওয়ার

দলে আছেন জেমস ভিন্ন, শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডান, ক্রিস লিন, ডেভিড উইজ ও লিয়াম ডাউসনের মতো তারকারা। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও লিজেন্ড অ্যান্ডি ফ্লাওয়ার এই খেলোয়াড়দের নিয়ে গড়া গালফ জায়ান্টসের কোচ। প্রথম বিশ্ব আইএলটি২০-তে নামার আগে আত্মবিশ্বাসী কণ্ঠ শোনা গেলো তার।

পাওয়ার হিটার নিয়ে আত্মবিশ্বাসী গালফ কোচ ফ্লাওয়ার

পাওয়ার হিটার নিয়ে আত্মবিশ্বাসী গালফ কোচ ফ্লাওয়ার। ছবিঃ সংগৃহীত

আগামী ১৫ জানুয়ারি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আবুধাবি নাইট রাইডার্সের সঙ্গে গালফ জায়ান্টসের প্রথম ম্যাচ। এর আগে নিজের দলের শক্তিমত্তার দিকগুলো তুলে ধরলেন ফ্লাওয়ার, ‘আমাদের দলে যারা আছে, যে সমন্বয় তাতে আমি অবশ্যই খুশি। আমার মনে হচ্ছে আমাদের সবদিক থেকে পরিপূর্ণ আছে এবং জেমস ভিন্সের মতো একজন সেরা নেতা আছে, যার সঙ্গে অতীতে কাজ করেছি।’

পাওয়ার হিটাররা বেশি আত্মবিশ্বাসী করে তুলছে গালফ কোচকে, ‘আমাদের দলে দারুণ প্রতিভাবান আছে, ক্রিস লিন এই মুহূর্তে বিগ ব্যাশে দুর্দান্ত অবস্থায়। মিডল অর্ডারে আছে হেটমায়ার, উইজ ও ওভারটনের মতো পাওয়ার হিটাররা।’

আরও পড়ুনঃ এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ওয়ার্নার

অতীতেও আমিরাতে রিস্ট স্পিনারদের মাধ্যমে সুবিধা পাওয়া গেছে। এবারও তার ব্যত্যয় হবে না। সেক্ষেত্রে দলের স্পিন বিভাগ নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন ফ্লাওয়ার, ‘আমরা দুজন রিস্ট স্পিনার পেয়েছি। তারা কীভাবে বল করে, দেখতে আমি মুখিয়ে। তাদের মধ্যে রহস্যের উপাদান আছে।’

জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের মতে, আইএলটি২০ শুধু আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য নয়, আমিরাতি খেলোয়াড়দের জন্যও বড় মঞ্চ। ফ্লাওয়ার বললেন, ‘আমিরাতের খেলোয়াড়রা কী করে, সেটা দেখতে অধীর হয়ে আছি আমি।’

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ