Connect with us

ক্রিকেট

টেস্ট ক্রিকেটে উন্নতি করার ফর্মুলা খুঁজে পেয়েছেন সাকিব

আগামীতে টেস্ট ক্রিকেটে উন্নতি করার ফর্মুলা খুঁজে পেয়েছেন সাকিব আল হাসান। এরজন্য একটি প্রেসক্রিপশনও তৈরি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

টেস্ট ক্রিকেটে উন্নতি করার ফর্মুলা খুঁজে পেয়েছেন সাকিব

টেস্ট ক্রিকেটে উন্নতি করার ফর্মুলা খুঁজে পেয়েছেন সাকিব। ছবিঃ সংগৃহীত

ক্রিকেটারদের আরও প্রথম-শ্রেণীর ম্যাচ খেলার পরামর্শ দেন তিনি। সাকিবের অনুভব, টেস্টে ভালো করার অন্যতম পূর্বশর্ত হলো দীর্ঘ পরিসরের ম্যাচ বেশি বেশি খেলা। তাতে অভিজ্ঞতা বাড়ে এবং ভালো খেলায় সহায়ক ভূমিকা রাখে।

এ প্রসঙ্গে কথা, ‘যদি আমরা টেস্ট ক্রিকেটে সত্যিই উন্নতি করতে চাই, তাহলে আরও বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলাতে হবে।’

সাকিব মনে করেন, প্রথম শ্রেণির ক্রিকেটই টেস্টে ভারতীয়দের এত বেশি এগিয়ে রেখেছে। কারণ, একজন ক্রিকেটারের ৫-১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আর ৬০-৭০টি খেলার অভিজ্ঞতা এক নয়।

আরও পড়ুনঃ এবার টেস্টের জন্যও ‘আলাদা কোচ’ চায় বিসিবি

বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘এটা অনেক পার্থক্য গড়ে দেয়। আমি নিশ্চিত, ভারতের যে ক্রিকেটাররা আসছে তাদের প্রায় সবার একশর ওপরে প্রথম শ্রেণির ম্যাচ খেলা আছে। যেখানে আমিই হয়তো এতদিন ধরে আছি, হয়তো অনেক দিন ঘরোয়া খেলি না।’

‘তবে অন্যান্য যারা খেলে, একটা মৌসুমে কয়টা ম্যাচ খেলে? ৬টা থেকে ৮টা হয়তো। যদি এরকম খেলে, ১০ বছরে হবে ৮০টা ম্যাচ। আমরা যদি ৮০টা প্রথম শ্রেণির ম্যাচ কোনোভাবে ৫ বছরে খেলতে পারি, আমার কাছে মনে হয় তাতে অনেক ভালো টেস্ট ক্রিকেটার বের হবে।’

Advertisement

More in ক্রিকেট