Connect with us

ক্রিকেট

টাইগারদের সেমিতে যাওয়ার ‘সহজ পথ’

দক্ষিণ আফ্রিকা ভারতকে হারানোর পর জমে উঠেছে গ্রুপ ২-এর লড়াই। সুপার টুয়েলভ থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণে ভালোভাবেই টিকে আছে নেদারল্যান্ডস ছাড়া অন্য পাঁচটি দল। তবে ডাচদের বিদায় নিশ্চিত হয়ে গেলেও, এখন তারা অন্যের যাত্রা ভঙ্গ করে দিতে পারে।

টাইগারদের সেমিতে যাওয়ার 'সহজ পথ'

টাইগারদের সেমিতে যাওয়ার ‘সহজ পথ’। ছবিঃ সগৃহীত

দুই জয় নিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ এখন বাংলাদেশের সফলতম বিশ্বকাপ। হাতছানি দিচ্ছে বিশ্বকাপে প্রথমবার সেমি-ফাইনালে খেলার স্বপ্ন। পথ অবশ্য বেশ কঠিন, এর জন্য হারাতে হবে ভারত ও পাকিস্তানকে।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে জোর ধাক্কা খায় বাংলাদেশ। তবে পরের ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

আরও পড়ুনঃ নাটকীয় এক ম্যাচে দুইবার জিতল বাংলাদেশ

দুই ম্যাচ জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৪। তবে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের লজ্জার হারে নেট রান রেট এখনও খুবই নাজুক, -১.৫৩৩! তাই ভারতের সমান পয়েন্ট নিয়েও টেবিলে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ।

টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। সেই দুই ম্যাচের দুটিতেই যদি জয় পায়, তাহলে তো কোন কথাই নেই। নেট রান রেট যেমনই থাক, পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিতে পৌঁছে যাবে তারা।

আর যদি দুই ম্যাচের যেকোন একটিতে জয় পায়, তাহলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলো দিকে। তাই প্রথমবারের মত বিশ্বকাপের সেমি ফাইলানেল খেলতে সাকিব আল হাসানের দলের সামনে সবচেয়ে ‘সহজ পথ’ বাকি দুই ম্যাচ জেতা।

Advertisement

More in ক্রিকেট