Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

জীবন কোন গোলাপের বিছানা নয়: রাব্বি

দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে অভিষেক হয় ইয়াসির আলি রাব্বির। তাও আবার একে একে তিন ফর্মেটেই। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেন নি এই ব্যাটার। ফলে এবার বাদ পড়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেই।

জীবন কোন গোলাপের বিছানা নয়: রাব্বি

জীবন কোন গোলাপের বিছানা নয়: রাব্বি। ছবিঃ সংগৃহীত

দলে থেকে বাদ পড়ার পর এবার রাব্বিও বুঝে গেছেন জীবন সহজ নয়। তবে ভেঙ্গে পড়েননি তিনি, কারণ ভেঙ্গে পড়লে তো আর জীবন চলবে না। এভাবেই গতকাল (২৮ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারের পর নিজের জীবন নিয়ে বলেছেন খুলনা টাইগার্স ক্যাপ্টেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারে গিয়ে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে আসে দার্শনিকদের মতো করে নিজের অনুভুতি ব্যাক্ত করেন রাব্বি। এক প্রশ্নের জবাবে বলেন, ‘এটা শিক্ষা কীভাবে খারাপ সময়ে থাকতে হয়, খারাপ সময় কীভাবে নিজেকে ধরে রাখতে হয়, কী কাজ করতে হয় না করতে হয়। এটাই।’

আরও পড়ুনঃ পাকা কথা দিয়েও ফিরছেন না হাথুরুসিংহে?

‘ভেঙে পড়িনি। কষ্ট তো লাগে সবসময়। খারাপ তো লাগে যখন খারাপ খেলি। ভেঙে পড়ার মতো কিছু হলে তো জীবন চলবে না। ওরকম কিছু না। লাইফ ইজ নট অ্যা বেড অব রোজেস (জীবন গোলাপের বিছানা নয়)।’

রাব্বি বলেন, ‘খারাপ সময় আসবে, খারাপ সময় উতরাতে হবে। আমার চেয়ে বেশি খারাপ সময় আরও অনেকের গিয়েছে, তাদের সঙ্গে কথা বলি। নিজের ইতিবাচক জায়গা রাখার চেষ্টা করি, এটাই।’

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ