Connect with us

ক্রিকেট

জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন এবারের বিজয় দিবস ক্রিকেট

প্রতিবছরই বিজয় দিবস উপলক্ষে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজয় দিবস ক্রিকেটে সাধারণত অংশ নেন সাবেক ক্রিকেটাররা। কিন্তু এবার এই ম্যাচে অংশ নিচ্ছেন বর্তমান সময়ের ক্রিকেটাররা।

জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন এবার বিজয় দিবস ক্রিকেট

জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন এবার বিজয় দিবস ক্রিকেট। ছবিঃ সংগৃহীত

১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ১০টায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। প্রীতি ম্যাচটিতে অংশ নিবে দুইটি দল- শহীদ জুয়েল একাদশ আর শহীদ মোশতাক একাদশ।

আজ বৃহস্পতিবার বিকেলে দুই দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি। টেস্ট দলের বাইরে থাকা প্রায় সব প্রতিষ্ঠিত পারফরমারই আছেন এই দুই দলে।

আরও পড়ুনঃ অধিনায়কত্বকে বিদায় জানালেন উইলিয়ামসন

শহীদ জুয়েল একাদশ
মোহাম্মদ মিঠুন, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, জিয়াউর রহমান, মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাসির হোসেন, আলাউদ্দীন বাবু, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, রিশাদ হোসেন।

শহীদ মোশতাক একাদশ
আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, সাইফউদ্দীন, আকবর আলী, রাকিবুল হাসান, সৈকত আলী, ফজলে মাহমুদ রাব্বি, সাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন পটোয়ারি, তানজিদ হাসান, আশিক উর রহমান, রিপন মন্ডল, নাইম হাসান।

Advertisement

More in ক্রিকেট