Connect with us

ক্রিকেট

চ্যাম্পিয়ন ক্যাপ্টেন কায়েসের ওপর ভরসা রাখবে ভিক্টোরিয়ান্স?

বিপিএল সবচেয়ে সফল দলের নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আর সেই দলের সবচেয়ে সফল ক্যাপ্টেনের নাম ইমরুল কায়েস। কুমিল্লার ৩টি শিরোপার দুটিই এসেছে কায়েসের নেতৃত্বে।

চ্যাম্পিয়ন ক্যাপ্টেন কায়েসের ওপর ভরসা রাখবে ভিক্টোরিয়ান্স?

চ্যাম্পিয়ন ক্যাপ্টেন কায়েসের ওপর ভরসা রাখবে ভিক্টোরিয়ান্স?

২০১৯ এবং সর্বশেষ আসর বিপিএল ২০২২-এ ভিক্টোরিয়ান্স-এর শিরোপা জয়ের নেতৃত্বে ছিলেন কায়েস। তাই নতুন আসরে চ্যাম্পিয়ন অধিনায়ককের কাঁধেই আবারও দলের নেতৃত্বের ভার তুলে দেবে কুমিল্লা, এমনটাই মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে এখন অবধি কিছুই নিশ্চিত করেনি, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

কায়েস কিংবা অন্য কেউ, কুমিল্লার কাপ্তান যে-ই হোক; তবে একটা বিষয় নিয়ে কোন নিঃসন্দেহ নেই, আর তা হলো- চতুর্থ শিরোপা ঘরে তুলতেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভিক্টোরিয়ান্সদের দেশী-বিদেশী খেলোয়াড়ে সাজানো গুছানো স্কোয়াড দেখলেই বুঝা যায়, তারা এবারের শিরোপার যোগ্য দাবিদারও।

আরও পড়ুনঃ বিপিএল: চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি, শুরুতে থাকছে না ডিআরএস

বিপিএল মাঠে গড়াবে আগামী ৬ জানুয়ারী। তবে কুমিল্লার জার্নি শুরু হয়ে গেছে নতুন বছরের প্রথম প্রভাত থেকেই। বিদেশী খেলোয়াড়রা এখনও আসেনি, তাই দেশি খেলোয়াড়দের নিয়েই প্রথম দিনের অনুশীলন সেরেছে কোচ সালাউদ্দিনের দল।

বর্তমানে দেশের বাইরে থাকার কারণে আজকের অনুশীলনে উপস্থিত ছিলেন না লিটন দাস। তবে মুস্তাফিজ, কায়েস, আবু হায়দার রনিরা শান দিয়ে নিয়েছেন নিজেদের ব্যাটে-বলে।

Advertisement

More in ক্রিকেট