Connect with us

ক্রিকেট

চট্টগ্রামের অধিনায়কত্ব হারালেন মিরাজ, প্রধান কোচেও পরিবর্তন

জাকজমকপূর্ণ অনুষ্ঠানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছিলো দলটি। কিন্তু কোন রকম আগাম বার্তা ছাড়া আজ নিজেদের পঞ্চম ম্যাচে এসে অধিনায়ক পরিবর্তন করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আজ (শনিবার) সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে নাঈম ইসলামকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। কোচ পল নিক্সনের ‘সুনির্দিষ্ট’ কিছু নির্দেশনার কারনেই দলে এমন অদল বদল হয়েছে বলে জানান দলটির চীফ অপারেটিং অফিসার ইয়াসির আলম।

শুধুই যে অধিনায়কত্বে পরিবর্তন এসেছে, এমন নয়। পরিবর্তন এসেছে কোচিং স্টাফেও। প্রধান কোচ পল নিক্সন চার ম্যাচ দায়িত্ব পালন করে দেশে ফিরে গেলে তার পরিবর্তে শন টেইটকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সমঝোতার মাধ্যমেই এই পরিবর্তন এসেছে বলে জানা গেছে।

বিপিএলের পুরো আসরটির জন্যে নিক্সনের সাথে চুক্তিবদ্ধ ছিলো চট্টগ্রাম। পাশাপাশি তিনি কাউন্টি দল লিস্টারশায়ারেরও দায়িত্ব পালন করছেন। হুট করে কাউন্টি দল থেকে ডাক পড়ায় যেতে হয়েছে তাকে।

এ ব্যাপারে চট্টগ্রামের চীপ অপারেটিং অফিসার ইয়াসির বলেছেন, ‘বিশেষ পরিস্থিতির কারণেই আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাঈম ইসলাম। আর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শন টেইট। পল নিক্সন কাউন্টিতে দায়িত্ব পালনের জন্য চলে গেছেন। তার পর্যবেক্ষণে এগুলো পরিবর্তন করা হয়েছে। আমরা অভ্যন্তরীণ আলোচনায় মাধ্যমে এই পরিবর্তন করেছি।’

দলের এমন অদলবদল সম্পর্কে দলটির ম্যানেজার ফাহিম মুনতাসির বলেছেন, ‘নিক্সনের সঙ্গে পুরো আসরের জন্যই চুক্তি ছিল। তার কাউন্টি ক্লাব থেকে জরুরি বার্তা পেয়ে তিনি ইংল্যান্ডে ফিরে গেছেন। যাওয়ার আগে দল কীভাবে চলবে, তিনি এর একটি পর্যবেক্ষণ দিয়ে গেছেন। তার ভিত্তিতেই এই পরিবর্তন এসেছে। মিরাজ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে নির্ভার খেলার সুযোগ দিতে তিনি নেতৃত্ব বদলের কথা বলেছিলেন।’

মিরাজকে দলের অধিনায়কত্ব থেকে বদল করা প্রসঙ্গে তিনি বলেন, ‘পল নিক্সন চলে যাওয়ার সময় কিছু পর্যবেক্ষণ দিয়ে গেছেন। তারই একটি অধিনায়ক বদল। মিরাজের বদলে নাঈমের ওপর দায়িত্ব দিতে বলেছিলেন তিনি। আমরা আলোচনা করে নাঈমকেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছি।’

Advertisement

More in ক্রিকেট