Connect with us

ক্রিকেট

খেলার সময় ব্যক্তিগত কোন লক্ষ্য থাকে না: সোহান

প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। নবম আসরে তিনি রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকবেন।

খেলার সময় ব্যক্তিগত কোন লক্ষ্য থাকে না: সোহান

খেলার সময় ব্যক্তিগত কোন লক্ষ্য থাকে না: সোহান

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর নিজের লক্ষ্য নিয়ে সোহান বলেন, ‘যখন খেলি আমি, তখন ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকে না। অধিনায়কত্ব করি কিংবা না করি দলের ওপরই ফোকাস থাকে। আমার জন্য দলে যে মূল্যবান জায়গা থাকবে, ওই জায়গায় পারফর্ম করতে চাই।’

এবারে রংপুরের দল বেশ ব্যালেন্সড এবং সবাই সেরাটা দিতে পারলে ভালো ভালো ফলাফল সম্ভব বলে মনে করেন রংপুরের নতুন অধিনায়ক।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এবারের দলটি অনেক তরুণ ও ভারসম্যপূর্ণ। আমরা যদি আমাদের জায়গা থেকে ভালো কিছু করতে পারি, অবশ্যই ভালো কিছু আশা করব। সবাই যারা আছে, তাদের জন্য বড় সুযোগ। আমরা যদি সবাই সেরাটা দিতে পারি তাহলে ভালো কিছু হবে।’

আরও পড়ুনঃ বিপিএলের মান নিয়ে ভাবছেন না মিরাজরা

বিপিএলের নেতৃত্ব কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নের জবাবে সোহান বলেন, ‘চ্যালেঞ্জ জীবনের সবক্ষেত্রেই। ক্রিকেট হোক বা অন্য যেকোনো পেশায় চ্যালেঞ্জ থাকবে। কে কীভাবে নিচ্ছে, যার যার ব্যক্তিগত বিষয় থাকে। আমার মনে হয় সবসময় চ্যালেঞ্জ উপভোগ করি। অবশ্যই নিজের জায়গা থেকে সেরাটা দিতে পারব।’

Advertisement

More in ক্রিকেট