Connect with us

ক্রিকেট

খুলনার বিপক্ষে চট্টগ্রামের জয়

বিপিএলে আজ সোমবারের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। ৭ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে তারা।

জবাবে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে খুলনা সংগ্রহ করে ১৬৫ রান। শনিবার মিনিস্টার ঢাকার বিপক্ষে জয় পায় চট্টগ্রাম। আজ টানা দ্বিতীয় ম্যাচে জয় পায় তারা।

আজ সোমবার খুলনার বিপক্ষে ১৯০ রান সংগ্রহ করার মাধ্যমে এবারের আসরে  এক ইনিংসে সর্বোচ্চ রান করেছে চট্টগ্রাম। এর আগে সর্বোচ্চ রানের মালিকানা ছিলো খুলনার। গত শুক্রবার ঢাকা প্লাটুনের বিপক্ষে ১৮৪ রানের জবাবে খেলতে গিয়ে ১৮৬ রান করে তারা। তবে ঢাকার বিপক্ষে বিশাল রান তাড়া করে জিততে পারলেও চট্টগ্রামের বিপক্ষে সুবিধা করতে পারেনি তারা।

পাওয়ার প্লেতে ৪৫ রান তুলতে পারলেও চট্টগ্রামের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি খুলনা। সর্বোচ্চ ৪০ রান করেন ইয়াসির আলী। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন মেহেদি হাসান।

চট্টগ্রামের হয়ে বোলিংয়ে খুলনাকে কাবু করেন শরিফুল ইসলাম, মেহেদি হাসান ও রেজাউর রহমান রাজা। প্রত্যেকেই নেন দুইটি করে উইকেট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন বেনি হাওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে। বল হাতে খুলনার হয়ে দ্যুতি ছড়ান কামরুল ইসলাম রাব্বি।

Advertisement

More in ক্রিকেট