Connect with us

ক্রিকেট

ক্যাচ মিস করায় সতীর্থকে চড় মেরে সমালোচনায় হারিস

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ক্রিকেট ভক্তরা সাক্ষী হলেন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার। ক্যাচ মিস করায় দলীয় সতীর্থ কামরান গুলামকে চড় মেরে সমালোচনার সাগরে ভাসছেন পাকিস্তানি পেসার হারিস রউফ।

পাকিস্তান সুপার লিগের এবারের সপ্তম আসরে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিলো লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। হাই ভোল্টেজ এবং চরম উত্তেজনার এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন হারিস রউফ। ওভারের দ্বিতীয় বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন হজরতউল্লাহ জাজাই। তবে সেই সহজ ক্যাচ মিস করে বসেন কামরান গুলাম।

ইনিংসের ওই একই ওভারের পঞ্চম বলে মোহাম্মদ হারিসের শট ডিপ ফাইন লেগে তুলে দেওয়া ক্যাচ তালুবন্দী করেন ফাওয়াহ আহমেদ। আর উইকেট ঘরে ফেরার আনন্দে অন্য সকলের সাথে উদযাপনে অংশ নিতে কামরান এগিয়ে আসলে হারিস তাকে চড় মেরে বসেন।

তবে হারিসের এই চড় মারাটা যে রসিকতা থেকেই ছিলো, জোর দিয়ে তা বলা যাবেনা। কারন পরিস্থিতি পর্যবেক্ষণে তা বোঝাই যাচ্ছিলো, অবস্থা অনুকূলে নয়। চড়ের কারনে ছিটকে পড়েন কামরান। আকষ্মিক এই ঘটনায় যখন হতভম্ব সবাই, তখন হয়তো পরিস্থিতি অনুকূলে আনার জন্যেই পরক্ষণেই হারিস বুকে টেনে নেন কামরান কে। পরবর্তীতে অন্য এক ডেলিভারিতে সরাসরি থ্রোতে রান আউট করতে পারায় আবারো জড়িয়ে নেন কামরানকে।

তবে হারিসের চড় মারায় নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠেছে তার পেশাদারিত্ব নিয়েও। ভদ্রলোকের খেলা ক্রিকেটে এমনটা প্রত্যাশিত ছিলোনা কারোরই। এমনটা দেখা যায়না সচরাচরও। তবুও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্রিকেট অনুরাগীদের কাছে অপরাধীর আসনেই আছেন হারিস। অবশ্য ম্যাচ রেফারির সতর্ক বার্তাতেই পাড় পেয়ে গেছেন হারিস।

Advertisement

More in ক্রিকেট