Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

‘কোহলির সঙ্গে বাবরের তুলনা করা অন্যায়’

বিশ্ব ক্রিকেটে বর্তমানে যেই দুই ব্যাটারের মধ্যে সবচেয়ে বেশি তুলনা করা হয় তারা হলেন ভারতের বিরাট কোহলি আর পাকিস্তানের বাবর আজম। তবে কোহলির সঙ্গে বাবরের তুলনাকে অন্যায় বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

'কোহলির সঙ্গে বাবরের তুলনা করা অন্যায়'

‘কোহলির সঙ্গে বাবরের তুলনা করা অন্যায়’। ছবিঃ সংগৃহীত

মিসবাহ বলেন, ‘কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করা অন্যায়। কোহলি অনেক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন, সেই বিবেচনায় বাবর আজম মাত্র ক্যারিয়ার শুরু করেছেন।

বিরাট কোহলি ইতোমধ্যে ৫৪৬ ইনিংসে ব্যাটিং করে ৭৪টি সেঞ্চুরির সাহায্যে ২৪ হাজার ৯৩৬ রান করেছেন। অন্যদিকে বাবর আজম ২৭২ ইনিংসে ব্যাটিং করে ২৮টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৮৬৪ রান করেছেন।’

সাবেক পাক অধিনায়ক আরও বলেন, ‘কোহলির কৃতিত্ব এই মুহূর্তে অতুলনীয়। তবে বাবর আজম একজন উচ্চমানের খেলোয়াড়। তার পারফরম্যান্স এখন পর্যন্ত দুর্দান্ত। সে পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম একজন।’

আরও পড়ুনঃ রংপুরের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন মুজিব

এদিকে বর্তমানে আইসিসির টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- সব র‌্যাংকিংয়েই কোহলির চেয়ে এগিয়ে রয়েছেন পাকিস্তান অধিনায়ক। ওয়ানডে র‌্যাংকিংয়ে বাবর এই মুহূর্তে বিশ্বসেরা। টেস্টে তৃতীয় আর টি-টোয়েন্টি দুটোতেই বাবর আছেন চতুর্থ পজিশনে।

অন্যদিকে ওডিআইতে বিরাটের অবস্থান সপ্তম। টি-টোয়েন্টিতে ১৩তম এবং টেস্টে তার অবস্থান ১৫তম পজিশনে।

 

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট