Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

এবার বাবরের পক্ষ নিলেন সাবেক ভারতীয় অধিনায়ক আজহার উদ্দিন

গত কয়েকদিন ধরেই মাঠ এবং মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে তীব্র আলোচনা সমালোচনার মধ্যে আছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এর মধ্যে কয়েকজন সাবেক পাক-ক্রিকেটার বাবরের পক্ষও নিয়েছে। এবার সেই দল আরও ভারী হয়েছে। সাবেক ভারতীয় অধিনায়ক আজহার উদ্দিন বাবরের পক্ষে ব্যাট ধরেছেন।

এবার বাবরের পক্ষ নিলেন সাবেক ভারতীয় অধিনায়ক আজহার উদ্দিন

এবার বাবরের পক্ষ নিলেন সাবেক ভারতীয় অধিনায়ক আজহার উদ্দিন। ছবিঃ সংগৃহীত

পাকিস্তান অধিনায়কের ব্যাটিং নিয়ে সাফাই গাইলেন আজহার। তিনি বলেছেন, ‘ম্যাচে সাধারণত ওপেনিংয়ে নামেন না বাবর। তাই এই পজিশনে ভালো খেলতে পারেননি তিনি। তবে মাঠে নামার পর কয়েক ওভার অল্প রান করে টিকে থাকতে পারলে ভালো করতে পারবেন।’

আরও পড়ুনঃ ডেভিড মুর হলেন বিসিবির ‘হেড অব প্রোগ্রাম’

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গেও বাবরকে তুলনা করেছে আজহার। তবে তিনি জানিয়েছেন, বিরাট কোহলি অবশ্যই বাবরের চেয়ে ভালো খেলেন। কারণ তার অভিজ্ঞতা অনেক বেশি।

এছাড়াও বাবর পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করাকে অতিরিক্ত বোঝা হিসেবে আখ্যা দিয়ে সাবেক ভারতীয় ক্যাপ্টেন। আজহার উদ্দিন বলেন, ‘এই দায়িত্বভারের চাপে শর্ট ফর্মে একটু চাপে আছেন বাবর আজম। তাই হয়তো ভালো খেলতে পারছেন না।’

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট