Connect with us

ক্রিকেট

এবার টেস্টের জন্যও ‘আলাদা কোচ’ চায় বিসিবি

এশিয়া কাপ থেকে বাংলাদেশের কোচিং প্যানেল নিয়ে নতুনত্ব শুরু হয়েছে। টি-টোয়েন্টিতে শ্রীধরণ শ্রীরামের অধীনে খেলছে টাইগাররা। এবার টেস্ট সংস্করণের জন্যও আলাদা কোচ নিয়োগের ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

এবার টেস্টের জন্যও 'আলাদা কোচ' চায় বিসিবি

এবার টেস্টের জন্যও ‘আলাদা কোচ’ চায় বিসিবি। ছবিঃ সংগৃহীত

কাগজে-কলমে এখনো তিন সংস্করণের কোচ রাসেল ডমিঙ্গো। যার অধীনে সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের উন্নতিরও দেখা মিলেছে। তবে লড়াইয়ের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন বিসিবির এ পরিচালক।

তাই আলাদা কোচের ভাবনা নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের একজন কোচ দরকার, যে টেস্ট ক্রিকেটের জন্য ভালো। ওয়ানডেতে আমরা ভালোই করছি। সেটার দিকে তাও নজর রাখা দরকার, কারণ বিশ্বকাপ খুবই কাছে, ২০২৩ সালে। এটির দিকে নজর রাখতে হবে। পাশাপাশি আমরা চাই, টেস্ট দলের টিম ম্যানেজমেন্টে যারা থাকবেন, তারা যেন ইম্প্যাক্ট রাখতে পারেন।’

কোচিং প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে জালাল বলেছেন, ‘কোচের যেন দলের ওপর ইমপ্যাক্ট থাকে, দলের মধ্যে তার ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে। আমাদের এই ধরনের কোচ দরকার। আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক, চেষ্টা করছি আমরা…।’

আরও পড়ুনঃ দায়িত্ব পেয়েই পাকিস্তান দলে পরিবর্তন আনলেন আফ্রিদি

র‍্যাংকিংয়ের নিচের সারির দলগুলোর বিপক্ষে জিতে অতি আত্মতুষ্টিতে ভুগতে চায় না দল। এই বলয় ভাঙতে চায় জালাল ইউনুস। টেস্ট দলকে সামনে এগিয়ে নিতে তাই কোচিংয়ে পরিবর্তন জরুরি বলেই মনে করছেন জালাল ইউনুস।

জালালের মতে, ‘আমরা অবশ্যই চাইব একটা শক্তিশালী দল। মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে, আমরা টেস্ট খেলছি স্রেফ খেলার জন্য। নিচের র‌্যাঙ্কের দলের সঙ্গে জিতে খুশি হচ্ছি, আনন্দ করছি, এমন নয়। আজ (২৫ ডিসেম্বর) যেমন ভারতের সঙ্গে, ইট ওয়াজ ভেরি ক্লোজ।’

Advertisement

More in ক্রিকেট