Connect with us

ক্রিকেট

এবার খালেদের ওপর মেজাজ হারালেন মুশফিক

ছবি: সংগৃহীত।

 

ডেষ্ক রিপোর্ট- বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের অবদানের কথা অস্বীকারের সুযোগ নেই কারোরই। ব্যাট হাতে প্রায় সময়ই দলকে খাদের কিনারা থেকে তোলেন এই ডানহাতি ক্রিকেটার। এমনকি দলের অনুশীলনেও সবচেয়ে বেশী সময় দেন মুশি। কিন্তু মাঝে মাঝে যেন মাঠের খেলায় নিজের মেজাজ হারিয়ে বসেন ‘মি. ডিপেন্ডেবল’। যা নিয়ে সমালোচনা হয় ক্রিকেট প্রেমীদের মাঝে।

এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নাসুম আহমেদের গায়ে প্রায় বল ছুড়ে মারতে যান মুশফিক। যদিও পরবর্তীতে এ ঘটনার জন্য ক্ষমা চান। এখানেই থেমে থাকেননি মুশফিক। এরপর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকদের ‘আয়নায় মুখ দেখতে’ বলেও পড়েন বিপাকে। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয় ক্রিকেট পাড়ায়। এবারের বিপিএলে ফের দেখা গেল আবেগি মুশফিককে! আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামে মুশফিকের খুলনা টাইগার্স। এদিন দুর্দান্ত ব্যাটিং করেন কুমিল্লার ইনিংসে ওপেনিং করতে আসা লিটন দাস। তবে ম্যাচের ষষ্ঠ ওভারে রুহেল মিয়ার বলে আকাশে বল তুলে দেন লিটন। কিন্তু খালেদ আহমেদ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। ওই সময় মুশফিক হতাশ হলেও তেমন কিছুই বলেননি। পরের বলেই ছক্কা মেরে মুশফিকের হতাশা যেন আরো বাড়িয়ে দেন লিটন। মূলত আসল ঘটনা ঘটে লিটন আউট হওয়ার পরেই।

আরও পড়ুন- মানুষের আস্থা জোগাবে মোনাক মার্ট- শিশির

৭ম ওভারের প্রথম লিটনকে আউট করেন থিসারা পেরেরা। এমন গুরুত্বপূর্ণ উইকেট পেয়ে খুলনার ক্রিকেটাররা যখন উদযাপনে ব্যস্ত, তখনই মেজাজ হারান মুশফিক। উদযাপন করতে এসে হাসিমুখে মুশফিককে জড়িয়ে ধরতে দেখা যায় খালেদকে। কিন্তু তরুণ পেসারকে তখন হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেন মুশফিক। ইতমধ্যে যার ভিডিও আর ছবি ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চলছে সমালোচনা। যদিও ম্যাচটিতে জেতা হয়নি খুলনার।

 

Advertisement

More in ক্রিকেট