Connect with us

ক্রিকেট

আমাদের মত মিস অন্য কোন দল করে না : সাকিব

জয়ের খুব কাছে গিয়েও আরও একবার ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ১৪৫ রানের ছোট লক্ষ্য দিলেও ভারতকে বেশ ভাল ভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ।

আমাদের মত মিস অন্য কোন দল করে না : সাকিব

আমাদের মত মিস অন্য কোন দল করে না : সাকিব। ছবি সংগৃহীত

মাত্র ৭৪ রানেই ভারতের ৭ উইকেট ফেলে দিয়েছিল টাইগাররা। কিতু এরপর রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ারের ৭১ রানের অপরাজিত জুটিতে ভর করে ৩ উইকেটের জয় তুলে নেয় ভারত। এরমধ্যে যে অশ্বিন করেছেন ৬২ বলে ৪২ রান। অথচ মিরাজের বলে ব্যক্তিগত ১ রানেই ক্যাচ দিয়ে বসেছিলেন তিনি। কিন্তু মুমিনুল তা লুফে নিতে ব্যর্থ হন।

অনেকের মতে সেই ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। ক্যাচ মিসে ম্যাচ হারায় হতাশা ঝড়লো অধিনায়ক সাকিবের কণ্ঠেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘ক্যাচ মিস একটু তো হতাশাজনকই। কারণ এই মিসগুলো অনেক বড় পার্থক্য করে ফেলেছে।’

আরও পড়ুনঃ কোহলির কাছ থকে স্বাক্ষর করা জার্সি উপহার পেলেন মিরাজ

তিনি বলেন, ‘প্রথম ইনিংসে এগুলো না হলে ওদের রান হয়তো ৩১৪ না হয়ে ২৫০ হতে পারত। দ্বিতীয় ইনিংসে অবশ্যই সুযোগ ছিল। কিন্তু এটাই ক্রিকেট। তবে একটু হতাশার, সাধারণত আমরা যেসব মস করি অন্য দলগুলো এসব মিস করে না।’

তবে ম্যাচ হারে কোন আক্ষেপ নেই জানিয়ে সাকিব আরও বলেন, ‘আক্ষেপ নেই কোনো। আমার মনে হয় আমরা পুরো টেস্টে লড়াই করে গেছি। এই মানসিকতা থাকলে আমার মনে সামনে ফল আমাদের পক্ষে আসবে।’

Advertisement

More in ক্রিকেট