Connect with us

আইএলটি-২০

আইএলটিতে গতির ঝড় তুলছেন আমিরাতে জুনায়েদ-আকিফ

চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০) আরব আমিরাতের ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ। সেটিই কাজে লাগে যাচ্ছেন দ্যি পেসার জুনায়েদ সিদ্দিকি এবং আকিফ রাজা। গতির ঝড় তুলে প্রতিপক্ষকে বিপর্যস্ত করছেন।

আইএলটিতে গতির ঝড় তুলছেন আমিরাতে জুনায়েদ-আকিফ

আইএলটিতে গতির ঝড় তুলছেন আমিরাতে জুনায়েদ-আকিফ। ছবিঃ সংগৃহীত

শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলা জুনায়েদ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি ৯টি উইকেট নিয়েছেন। তার ইচ্ছা এখন এমআই এমিরেটসের অধিনায়ক কিয়েরন পোলার্ডের পরীক্ষা নেওয়া।

জুনায়েদ বলেন, এখানে অনেক বড় তারকা খেলে। তাদের দেখে কিছু শেখার জন্য বড় সুযোগ। পোলার্ড হচ্ছে টি-টোয়েন্টির কিংবদন্তী। আমি যখনই সুযোগ পাবো তার ব্যাটিং করাটা কঠিন করে তুলবো।

আরও পড়ুনঃ বরিশালকে চ্যালেঞ্জি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চট্টগ্রাম

এদিকে আরেক পেসার আকিফ রেজা যিনি ৬ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। ‘এখন টুর্নামেন্ট উপভোগ করছেন দারুণভাবে। আমার খুব ভালো যাচ্ছে। আমি অনেক উপভোগ করছি। তারকা ব্যাটারদের আউট করা দারণ মজার। তাদের আউট করে আমি দলকে সসহোযোগিতা করছি’-এভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করছেন আকিফ।

Advertisement

More in আইএলটি-২০