Connect with us

ক্রিকেট

অস্ট্রেলিয়া, ভারতের সমান পয়েন্ট নিয়েও সেমির স্বপ্ন শেষ বাঘিনীদের

সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েও প্রথমবারের মত আয়োজিত নারী অনুর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স থেকেই বিদায় নিতে হচ্ছে বাংলাদেশের কিশোরীদের। জয়ের পরও রান রেটে পিছিয়ে থাকায় এমনটা হয়েছে।

অস্ট্রেলিয়া, ভারতের সমান পয়েন্ট নিয়েও সেমির স্বপ্ন শেষ বাঘিনীদের

অস্ট্রেলিয়া, ভারতের সমান পয়েন্ট নিয়েও সেমির স্বপ্ন শেষ বাঘিনীদের। ছবিঃ বিসিবি

বুধবার (২৫ জানুয়ারি) টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। ৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরব আমিরাত। দলীয় ৪ রানে জোড়া উইকেট হারায় তারা। এরপর ধারবাহিক বিরিতিতে উইকেটে পড়তে থাকলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত।

৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মিষ্টি শাহার উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় ২১ ও ২২ রানে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ।

তবে এরপর রাবেয়া খান ও স্বর্না আক্তার মিলে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন। শেষ পর্যন্ত উন্নতি আক্তার ও দিশা বিশ্বাস মিলে ৬৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ সূর্যকুমারই হলেন ২০২২ সালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার

তবে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া, ভারতের সমান ৬ পয়েন্ট হলেও রান রেটের কারণে সেমিতে যাওয়া হলনা বাঘিনীদের। বাংলার কিশোরীদের নেট রান রেট ছিল ০.৭৫৯। সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর নেমে আসে ০.২৬৮’এ।

ফলে বাংলাদেশকে আজ +২.২১-এর বেশি নেট রান রেট নিয়ে জিততে হত, যা টস হেরে প্রথমে বোলিং করার কারণে অসম্ভব হয়ে যায়। তাই জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে দিশা বিশ্বাসের দল।

Advertisement

More in ক্রিকেট