Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

অলিম্পিকে চোখ রেখেই বিশ্বব্যাপী ছড়াতে চায় টি-টেন

ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সংস্করণ টি-টেন লিগের ষষ্ঠ আসর শেষে বড় পরিকল্পনা হাতে নিয়ে আয়োজকরা। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে লিগটি ছড়িয়ে দিতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে তারা।

অলিম্পিকে চোখ রেখেই বিশ্বব্যাপী ছড়াতে চায় টি-টেন

অলিম্পিকে চোখ রেখেই বিশ্বব্যাপী ছড়াতে চায় টি-টেন। ছবিঃ সংগৃহীত

টি টেন গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান শাজি উল মুল্ক লিগটি ছড়িয়ে দিতে বড় পদক্ষেপ হাতে নিতে যাচ্ছেন। আবুধাবির পর শ্রীলঙ্কা, জিম্বাবুয়েসহ বিশ্বের ৩০টি দেশে টুর্নামেন্টটি ছড়িয়ে দিতে চান তিনি।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি লিগ আর দ্বিপক্ষীয় সিরিজ দুটোই আলাদাভাবে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। টি-টেন লিগ নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, নতুন জাগরণ সৃষ্টি করা, তরুণদের আকৃষ্ট করা এবং যেসব দেশ ক্রিকেট খুব জনপ্রিয় না, তাদের একত্রিত করা। ৯০ মিনিটের এই খেলায় আমরা আশা করি ওই সমস্ত দেশগুলোতে খেলাধুলার বিকাশ ঘটবে।’

জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান ডঃ তেভেংওয়া মুকুহলানি বলেছেন, ‘ক্রিকেটের নতুন এই ব্র্যান্ড যা আফ্রিকা মহাদেশে এবং জিম্বাবুয়েতে এসেছে। নারী-পুরুষ নির্বিশেষে সকল ক্রীড়াবিদ এবং স্টেকহোল্ডাররা দারুণভাবে গ্রহণ করেছে। আমরা চাই এটা আরও জনপ্রিয়তা লাভ করুক।’

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট