Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

১৭ তম সেঞ্চুরি করে কিংবদন্তির পাশে ডি কক

আরো একটি শতকের দেখা পেলেন কুইন্টন ডি কক। ক্যারিয়ারের ১২৭তম ওয়ানডেতে ১৭তম সেঞ্চুরি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।

আজ নিউল্যান্ডসের কেপটাউনে ভারতকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে দুর্দান্ত করেন কুইন্টন ডি কক। ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

ব্যাট করতে নেমে ৮ রানে ফেরেন জানেমান মালান। অধিনায়ক টিম্বা বাভুমা ফেরেন দলীয় ৩৪ রানে। এইডেন মার্কওরাম, ডি ককের সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে দলীয় ৭০ রান করে ফেরেন।

দলীয় অন্যান্য ব্যাটসম্যানদের নিয়মিত এই আসা যাওয়ায় একমাত্র দাঁড়িয়ে থাকেন ডি কক। দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়ে করেন ১০৮ বলে সেঞ্চুরি। মারেন ৯ টি চার ও ২ টি ছক্কা।

আজ সেঞ্চুরি করার মধ্য দিয়ে তিনি স্পর্শ করেন কিংবদন্তি জ্যাক ক্যালিসকে। ৩২৩টি ওয়ানডেতে অংশ নিয়ে ১৭টি সেঞ্চুরি করে অবসরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।

ওয়ানডেতে সেঞ্চুরির পরিসংখ্যানে ডি ককের চেয়ে এগিয়ে আছেন হার্সেল গিবস (২১), এবি ডি ভিলিয়ার্স (২৫) ও হাশিম আমলা (২৭)।

৩৫.৪ ওভারে দলীয় ২১৪ রানে ২৩০ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১২৪ রান করে সাজঘরে ফেরেন ডি কক।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট