Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

হোয়াইট ওয়াশ ঠেকাতে তৃতীয় ম্যাচে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের

রবিবার কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে শেষ ওডিআইয়ে খেলতে ভারত টস জিতেছে এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। সিরিজ হাত থেকে ফসকে যাওয়ার পর জেতার জন্যে মাঠে নামে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা খুব সহজেই জয় ছিনিয়ে সিরিজকে সর্বোচ্চ সাফল্য মন্ডিত করার উদ্দেশ্যে খেলতে নামেন আজ।

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা ২-০ ম্যাচে সিরিজে এগিয়ে রয়েছে। ভারত হোয়াইট ওয়াশ ঠেকানোর উদ্দেশ্যে নিজেদের খেলায় কিছু পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

নিজেদের প্রথম দুই ম্যাচে ভারতকে ধরাশায়ী করে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার অধীনে, তারা ক্লোজ-নিট ইউনিটের মতো খেলেছিল এবং বোল্যান্ড পার্কের পিচে যেটি দক্ষিণ আফ্রিকার চেয়েও বেশি ভারতীয় মাঠই বলা যায়, সেখানে ভারতকে পরাজিত করে।

প্রথম ওয়ানডেতে, রাসি ভ্যান ডের ডুসেন এবং বাভুমার শতরান তাদের বোলারদের কাজ অনেকটা সহজ করে দিয়েছিলো। দ্বিতীয় ওয়ানডেতে ২৮৮ রান তাড়া করতে নেমে কিছুটা অস্বস্তিতে পড়লেও জয় ছিনিয়ে এনেছিলো তারা। আজ কেপটাউনের তৃতীয়টি ম্যাচে, সিরিজের প্রথম দিকে যা কেউ চিন্তাও করেনি, সেটিই বাস্তবায়ন করার উদ্দেশ্যে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা।

১৮ অভার শেষে বর্তমানে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৯৩ রান।

এক নজরে দুই দলের ক্রিকেট একাদশঃ

ভারত একাদশঃ কেএল রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, জয়ন্ত যাদব, দীপক চাহার, প্রসিদ কৃষ্ণ, জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল

দক্ষিণ আফ্রিকা একাদশঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জ্যানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেহলুকওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, সিসান্দা মাগালা, লুঙ্গি এনগিদি

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট