ইন্দোরে চলমান নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওডিআইতে একাদশে নেই ভারতীয় পেসার মোহাম্মদ শামি। শেষ ম্যাচে মাঠে নামার একদিন আগে সোমবার (২৩ জানুয়ারি) শামির বিরুদ্ধে ঘরোয়া নির্যাতন মামলার রায় দেয় আলিপুর জেলা ও দায়রা আদালত।

স্ত্রীর করা মামলার রায়ের পর দল থেকে বাদ শামি। ছবিঃ সংগৃহীত
এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দল থেকে বাদ ডানহাতি এ পেসার। ধারণা করা যাচ্ছে, মামলার রায়ের কারণে আজকের একাদশ নির্বাচনে প্রভাব পড়েছে।
২০১৮ সালে শামির কাছে খোরপোষ হিসেবে সাত লাখ টাকা দাবি করেছিলেন তার সাবেক স্ত্রী হাসিন। মেয়ের পড়াশোনার খরচ চালাতে আরও ৩ লাখ টাকা চেয়েছিলেন তিনি।
প্রথমে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। তাই এতদিন ভারতের এই ফাস্ট বোলারকে কোনো খোরপোষ দিতে হতো না। এরপর আবার আদালতে আবেদন করেন মডেল-অভিনেত্রী হাসিন। দীর্ঘদিন লড়াই চালানোর পরে অবশেষে জয় পেলেন হাসিন।
আরও পড়ুনঃ বিসিবির চুক্তি থেকে বাদ পড়লেন রাব্বি; কেন তার কারণ জানালেন নান্নু
পাঁচ বছর লড়াইয়ের পর অবশেষে সে মামলায় জিতলেন হাসিন। বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লাখ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোষ দিতে সোমবার মোহাম্মদ শামিকে নির্দেশ দিয়েছে আদালত।
