Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

সূর্যকুমারই হলেন ২০২২ সালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার

আইসিসি ২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার নজির গড়লেন সূর্য।

সূর্যকুমারই হলেন ২০২২ সালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার

সূর্যকুমারই হলেন ২০২২ সালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। ছবিঃ সংগৃহীত

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন চারজন। সূর্যকুমারের সঙ্গে লড়াইয়ে ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

২০২১ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর গেল বছরটা দুর্দান্ত কাটিয়েছেন সূর্যকুমার। ২০২২ সালে ৩১ ম্যাচ খেলে সর্বোচ্চ ১১৬৪ রান করেন এই ডান-হাতি ব্যাটার। টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক বর্ষ পঞ্জিকায় ১ হাজার রান করেন ভারতীয় এই ব্যাটার।

৯টি হাফ-সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে নটিংহামে ৫৫ বলে ১১৭ ও মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ১১১ রানের দু’টি নান্দনিক ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুনঃ কিউইদের হোয়াইটওয়াশ করে ওয়ানডতে শীর্ষে ভারত

গেল বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে নিজের সেরা ছন্দে ছিলেন এই ব্যাটার। ৬ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩৯ রান করেন তিনি।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট