Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

সুপার ওভার রেকর্ডে এবার ওয়েস্ট ইন্ডিজ নারী দল

ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ যেনো এক বিষ্ময়। ওয়েস্ট ইন্ডিজের নারী দলের দুই ওপেনিং ব্যাটার ডিন্ড্রা ডটিন ও হেলি ম্যাথুস সুপার ওভারে এক নাটকীয় দুর্দান্ত ক্যারিবীয় ঝড় তোলেন। আর সেই ঝড়েই দক্ষিণ আফ্রিকার সাথে চার ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

পর পর দুদিন টান টান উত্তেজনায় ভরপুর ছিলো নারী ক্রিকেট অঙ্গন। পরশু নারীদের অ্যাশেজে ২২ গজই যেনো নিজেদের সঙ্গী করে রেখেছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। রুদ্ধশ্বাস এক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষমেশ ড্র নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।

গত রাতে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাই হওয়ার পরে রুদ্ধশ্বাস এক সুপার ওভারে নিজেদের জয় ছিনিয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। শাবনিম ইসমাইলের ৬ বলে ২৫ রান তোলেন ডটিন-ম্যাথুস। নারীদের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ রানের রেকর্ড।

সব মিলিয়ে এটি যুগ্মভাবে সর্বোচ্চ ক্রিকেট ইতিহাসে। ২০০৮ সালে সুপার ওভারে ২৫ রান করার রেকর্ড করেছিলো ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলই। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিস গেইল একাই করেছিলেন এই ২৫ রান। বোলিংয়ে ছিলেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি।

বৃষ্টির কারনে দুদলের প্রথম ম্যাচটি খেলা যায়নি। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বাঁধসাধে। বৃষ্টির কারনে ৪১ ওভারের খেলায় প্রোটিয়ারা ৪০.৪ বলে ১৬০ রানে গুটিয়ে যায়। জবাবে ওয়েস্ট ইন্ডিজও ১৬০ করে অল আউট হলে সুপার ওভারে গড়ায় খেলা।

সুপার ওভারে ফর্মের তুঙ্গে থাকা ডটিন ৫ বল খেলেই নেন ১৯ রান। শেষ বলে ছক্কা মারেন ম্যাথুস। তারপর ম্যাথুস বল করতে নামের প্রতিপক্ষের উদ্দেশ্যে। জবাবে দারুন শুরু করা দক্ষিণ আফ্রিকা করে ১৭ রান।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট