Connect with us

ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে যে বিরল রেকর্ড গড়লেন মুশফিক!

ক্রিকেট পাড়ায় সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে পরিচিত মুশফিকুর রহিম। তাই অধিকাংশ রেকর্ড কিংবা ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ই চলছেন ‘মিস্টার ডিপেন্ডেবল ‘ খ্যাত এই ব্যাটসম্যান। এবার প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে সর্বোচ্চ বল খেলার রেকর্ডটি নিজের করে নিলেন মুশফিক

। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বেশ কিছু রেকর্ড গড়েছেন মুশফিক। এই টেস্ট ম্যাচ খেলতে নামার আগে মুশফিক খেলেছেন ৯ হাজার ৮০৩ বল। প্রথম ইনিংস শেষে ৯১ রানের ইনিংস খেলার পথে তিনি মোকাবেলা করেছেন আরও ২২৫টি বল। সর্বসাকুল্যে তার ডেলিভারির সংখ্যা দাঁড়িয়েছে ১০,০২৮ এ যেটি প্রথম বাংলাদেশি হিসেবে করতে পেরেছেন মুশফিক। মুশফিক ছাড়া এখনও এই চূড়ায় আহরণ করতে পারেননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। মারকুটে এই ওপেনার ৮ হাজার ২৯০ বল খেলেছেন জাতীয় দলের সাদা পোশাকে। তৃতীয় স্থানে অবস্থান করছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এই অবস্থানে থেকে তিনি মোকাবিলা করেছেন ৬ হাজার ৩৭৯ বল চতুর্থ স্থানে আছেন অধিনায়ক মুমিনুল হক যিনি ৬ হাজার ১৪৩ বল খেলেছেন এই পর্যন্ত। মুমিনুলের পরেই আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি খেলেছেন মোট ৫ হাজার ৯৪০ বল।

একনজরে টেস্ট সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড (বাংলাদেশি ক্রিকেটার) ১. মুশফিকুর রহিম – ১৩৯ ইনিংসে ১০,০২৮ বল ২. তামিম ইকবাল – ১২৩ ইনিংসে ৮২৯০ বল ৩. সাকিব আল হাসান – ১০৭ ইনিংসে ৬৩৭৯ বল ৪. মুমিনুল হক – ৮৪ ইনিংসে ৬১৪৩ বল ৫. মোহাম্মদ আশরাফুল – ১১৯ ইনিংসে ৫৯৪০ বল

Advertisement

More in ক্রিকেট