Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

রশিদ খান হলেন আফগানিস্তানের নতুন অধিনায়ক

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রশিদ অধিনায়ক নির্বাচিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড(এসিবি)। কিন্তু জাতীয় দল নির্বাচনে নির্বাচক কমিটি তার সঙ্গে কোনও আলোচনা করেনি, এমন দাবি তুলে স্কোয়াড ঘোষণার পর তিনি পদত্যাগ করেন।

আফগানিস্তানের নতুন অধিনায়ক রশিদ খান

আফগানিস্তানের নতুন অধিনায়ক রশিদ খান। ছবিঃ সংগৃহীত

এক বছরেরও বেশি সময় পর আবারও আফগান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে রশিদের নাম ঘোষণা করলো এসিবি।

তবে এর আগে ২০১৯ সালে ৭ টি-টুয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছে এই লেগ স্পিনার। যার মধ্যে জিতেছেন চার ম্যাচ এবং হার বাকি তিনটিতে।

আরেক দফায় অধিনায়কত্ব পেয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট ফেব্রুয়ারিতে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান।

আরও পড়ুনঃ বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় সিকান্দার রাজা

রশিদকে অধিনায়কত্ব দেয়ার বিষয়ে এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেছেন, ‘রশিদ খান আফগানিস্তান ক্রিকেটে বড় নাম। বিশ্বজুড়ে এই ফরম্যাটে তার খেলার বিশাল অভিজ্ঞতা যেটা এই সংস্করণে দলকে নতুন পর্যায়ে নিতে তাকে সহায়তা করবে।’

নতুন অধিনায়ককে শুভকামনা জানিয়ে বোর্ড প্রধান বলেছেন, ‘তিন ফরম্যাটের সবগুলোতে আগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে রশিদের। আমরা আবার টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে তাকে পেয়ে উচ্ছ্বসিত। আমি নিশ্চিত সে সেরা ফর্মে থেকে দেশকে আরও গৌরব এনে দেবে।’

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট