
গত পরশু গটা করে বাংলাদেশ দলের নির্বাচকরা দল ঘোষনা করেন টি২০ দলের জন্য। যেখানে অনেক চমক ই ছিলো।
আকবর কে দলে ঢাকা, রুবেল কে বাদ দেওয়া। তখন একটা বিষয় চমক ছিলো না। সেটা হলো মুশফিকের বিশ্রাম। প্রধান নির্বাচক নান্নু মিডিয়ার সামনে এসে বলেন মুশফিকুর রহিম কে বিশ্রাম দেওয়া হয়েছে। যেহেতু সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ তাই তার বিশ্রাম প্রয়জন৷ তার এই বক্তব্য প্রতিটা গনমাধ্যম পজিটিভ ভাবে নিলেও কিছুটা সন্দিহান ছিলো সবার মনে।
টি২০ বিশ্বকাপে তার পারফরম্যান্স ভালো ছিলো না যারনকারনে বাদ পড়ার একটা গুঞ্জন ক্রিকেট পাড়ায় ছিলো। সেই সন্দিহান দূর করে মুশফিক গন মাধ্যমে এসে বলেন তার বিশ্রাম সে নিজ জানে না। মুশফিক আরো বলেন এই সিরিজ দিয়ে তিনি কামব্যাক করতে চেয়েছিলেন। ।
মুশফিককে নিয়ে তাহলে মিথ্যে বলার কারন কি? বিশ্রামের কথা বলে বাদ দেওয়া কি তার প্রতি সম্মান দেখানো হলো?
১৫ বছর ধরে সার্ভিস দেওয়া প্লেয়ার কে বাদ দিয়ে আবার তা আড়াল করতে বিশ্রামের কথা বলা কতটা পেশাদারিত্ব বুঝায়।
মুশফিকের এই মিথ্য প্রচার মাশরাফির সময় ও ছিলো তারপর গণমাধ্যমে এসে সব খোলাসা করেন মাশরাফি । মুশফিক এর বিপরীতে কি তাহলে আকবর আলীকে নেওয়া হলো যে লঙ্গার ভার্সন এ খেলছিলো তাকে টি২০ তে ডাকা কতটা যুক্তিযুক্ত।
