Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই হার জমিয়ে তুলেছে গ্রুপ দুইয়ের সেমিফাইনাল প্রতিযোগিতা। এখন পাকিস্তানের পয়েন্ট ৪ , এই ৪ পয়েন্টে আছে একই গ্রুপে বাংলাদেশ, অন্য দিকে গ্রুপের শীর্ষে আছে ভারত ও দক্ষিণ আফ্রিকা ৬ ও ৫ পয়েন্ট নিয়ে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ফটোঃ আইসিসি

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইফতিখার আহমেদ ও শাদাব খানের ঝড়ো হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান তোলে পাকিস্তান।

পাকিস্তানের দেওয়া এই ১৮৬ রানের টার্গেটে নেমে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপরই বৃষ্টি হানায় খেলা বন্ধ হয়ে যাই। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ৬ ওভার কেটে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার জন্য নতুন পরিবর্তিত লক্ষ্য নির্ধারণ করা হলো ১৪ ওভারে ১৪২ রান। ৯ ওভারে ৬৯ রান করার ফলে বাকি ৫ ওভারে করতে হবে ৭৩ রান। বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলিং তোপে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত ১৪ ওভার শেষে ৯ উইকেটে ১০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। 

ধরেই নেওয়া হয়েছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে পাকিস্তান। কিন্ত এখনো তারা সেমির লড়াইয়ে আছে।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট