Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

বিপিএল ছাড়ছেন রিজওয়ান-নাসিমরা

একই সময়ে বিশ্বজুড়ে ভারতীয় মালিকানাধীন একাধিক লীগ অনুষ্ঠিত হওয়ায় চলমান বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যাই বেশি। তাছাড়া চলতি বিপিএলে পাকিস্তানি ক্রিকেটাররাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।

বিপিএল ছাড়ছেন রিজওয়ান-নাসিমরা

বিপিএল ছাড়ছেন রিজওয়ান-নাসিমরা

তবে বিপিএলের শেষ পর্বে এসে মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, মোহাম্মদ আমিরের মতো সব পাকিস্তানি তারকা ক্রিকেটারদের পাচ্ছে না বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো। গতকাল মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে।

মূলত ১৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখেই ২ ফেব্রুয়ারির মধ্যে বিপিএল খেলা এসকল ক্রিকেটারদের দেশে ফিরতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ ব্যর্থতার ভয়কে দূরে সরিয়ে মাঠে নামেন তাসকিন

যদিও পাকিস্তানি ক্রিকেটারদের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলার ছাড়পত্র দেয়া হয়েছিল। তবে দেশটির ঘরোয়া লিগ পিএসএলের কথা চিন্তা করে এবার নিজেদের সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

More in ফ্র্যাঞ্চাইজি লীগ