Connect with us

ক্রিকেট

বিপিএলের মান নিয়ে ভাবছেন না মিরাজরা

বেশ হাকডাক দিয়েই ২০১২ সালের যাত্রা শুরু করছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। কিন্তু সময় যত এগিয়েছে, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এইল লীগটি ততই তার জৌলুস হারিয়েছে। যদিও এবারের আসরকে ঢেলে সাজানোর চেষ্টা করেছে বিসিবি, কিন্তু তারপরও বেশ কিছু আক্ষেপ স্পষ্ট। তবে এসব নিয়ে খেলোয়াড়দের কোন মাথাব্যথা নেই। তাদের পুরো ধ্যানধারণা পারফরম্যান্সকে ঘিরেই, জানালেন মেহেদী হাসান মিরাজ।

বিপিএলের মান নিয়ে ভাবছেন না মিরাজরা

বিপিএলের মান নিয়ে ভাবছেন না মিরাজরা। ছবিঃ সংগৃহীত

একই সময়ে বিশ্বজুড়ে অন্যসব ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে বিপিএলের প্রথি বিদেশী ক্রিকেটারদের আগ্রহ ক্রমশই কমছে। এবার পাকিস্তান, আফগানিস্তান ছাড়া অন্যান্য দেশের বড় নামের কোন ক্রিকেটার নেই বললেই চলে।

অন্যদিকে ডিআরএস-এর মতো অধুনিক কোন প্রযুক্তি ছাড়াই প্লে-অফের আগ পর্যন্ত অয়োযিত হবে বিশ্বে অন্যতম বড় এই ফ্রাঞ্চাইজি লীগটি। ফলে হারানো জৌলুস আরও তলানিতে নামার শঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ বিপিএলে ডিআরএস না থাকায় বোর্ডকে দুষলেন সালাউদ্দিন

তবে এমন পরিস্থিতিতে ফরচুন বরিশালের অলরাউন্ডার মিরাজ জানালেন, স্থানীয় খেলোয়াড়রা বিপিএলের মান নিয়ে একেবারেই ভাবছেন না।

তার ভাষ্য, ‘যারা আয়োজন করছেন এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তারা সিদ্ধান্ত নেবেন কীভাবে আয়োজন করবেন। আমাদের মাঠে খেলতে হবে। এটা আমাদের চিন্তা না, আমরা এটা নিয়ে চিন্তা করতে পারব না বা চিন্তা করার সময়ও নেই। আমরা চিন্তা করব কীভাবে ভালো খেলতে হবে।’

Advertisement

More in ক্রিকেট