Connect with us

বাংলাদেশ ক্রিকেট

বিপিএলের টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা আর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা

বিপিএলকে সামনে রেখে মঙ্গলবার বিসিবি মাঠে বসে খেলা দেখার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে। টিকিটের সর্বোচ্চ মূল্য  ১৫০০ টাকা আর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

বিপিএলের টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা আর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা

বিপিএল শুরুর দুই দিন আগে ৪ জানুয়ারি থেকে শুরু হবে টিকিট বিক্রি। কোনো নির্দিষ্ট ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনই কেবল সেই ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট বিক্রি শুরু হবে সকাল ৯.৩০ টা থেকে রাত ৭.৩০ টা পর্যন্ত।

আরও পড়ূনঃ আজকের খবরকুমিল্লার হয়ে বিপিএল মাতাতে আসছেন ডেভিড মালান

ঢাকায় প্রথম পর্বে সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম এবং সর্বোচ্চ ১৫০০ টাকা খরচ করতে হবে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ১,০০০ টাকা ধরা হয়েছে।

বিপিএলের টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং স্টেডিয়াম-সংলগ্ন নির্ধারিত বুথে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনগুলোতে (টিকিট থাকা সাপেক্ষে) টিকিট সংগ্রহ করা যাবে।

Advertisement

More in বাংলাদেশ ক্রিকেট