Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশ নয়, ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াতে চান রবিন

বাংলাদেশি বংশদ্ভুত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। খেলছেন সেখানকার কাউন্টি দল এসেক্সের হয়ে। শুধু তাই নয় রবিনের গায়ে উঠেছে ইংল্যান্ডের জার্সিও। এবার খেলবেন বাবার দেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

বাংলাদেশ নয়, ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াতে চান রবিন

বাংলাদেশ নয়, ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াতে চান রবিন। ছবিঃ সংগৃহীত

যদিও আগেরবারও নাম দিয়েছিলেন, তবে দল পাননি। এবার তাকে নিয়েছে ঢাকা ডমিনেটরস। যদিও এখনও মাঠে নামেন নি। তবে সোমবার সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিপিএলে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

বাংলাদেশ রবিনের রক্তে থাকলেও, ইংল্যান্ডের হয়েই খেলার স্বপ্ন দেখেন তিনি। তিনি বলেন, ‘এখন অবধি আমার স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলা। কিন্তু অবশ্যই আমি কোনো দরজা বন্ধ করতে চাই না ভবিষ্যতের জন্য। তবে ইংল্যান্ডের হয়ে খেলাই স্বপ্ন।’

আরও পড়ুনঃ আইএলটি মাতাতে তর সইছে না ইংলিশ ব্যাটারের

এর কারণও অবশ্য জানিয়েছেন রবিন। বলেছেন, ‘আমি ওই দেশে বেড়ে উঠেছি। এসেক্সের হয়ে কাউন্টিতে খেলছি। আমার মনে হয়েছে ভবিষ্যতে সম্ভব হলে এই দেশের হয়েই খেলা দরকার।’

তবে বাংলাদেশের খেলা নিয়মিতই দেখেন, ভালো লাগে লিটন দাসকে। রবিন বলেন, ‘লিটন অবিশ্বাস্য ক্রিকেটার। সম্ভবত গত বছর তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার ছিল সে। আমার মনে হয় লিটন বিশ্বেরই অন্যতম সেরা। সে আমাকে অনুপ্রাণিত করে।’

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট