Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশের সাজে সজ্জিত ভারত

India CricketTeam

এবারের টি২০ বিশ্বকাপ নিয়ে কত জল্পনাকল্পনা ২০২০ সাল থেকে৷ হবে কি হবে না তা নিয়ে ও ছিলো অনেক প্রশ্ন। ২০২১ সালে এসে ভারত আয়জন করতে চাইলে ও আইপিএল নিয়ে নানা কথা। আইপিএল শেষ না হতে না হতেই শুরু বিশ্ব কাপ। যেই IPL নিয়ে এতো গর্ব এতো আকাঙ্খা সেই IPL কেই দোষ দিচ্ছেন অনেক। কারন ভারত পরপর ২ ম্যাচ এই করুন পরাজয়। বাংলাদেশ প্রথম ৩ ম্যাচ হারার পর অনেক সমালোচনা হয়েছে৷ ঠিক তেমন সেই পথে হেটে চলছে প্রতিবেশী ভারত।

পাকিস্তান এর সাথে ১০ উইকেট এ হার এরপর ৭ দিনের বিরতির পর নিউজিল্যান্ডের সাথে ৮ উইকেট এ হার। এ যেনো বাংলাদেশ ক্রিকেট এর প্রতিচ্ছবি।
ভক্ত সমর্থকরা হতাশ। টি২০ বিশ্বকাপ এর সেমিফাইনালের পথ এখন কঠিন ভারতের সামনে। সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে ভারত কে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট